কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ ডিসেম্বর ২০২১

802
0
daily current affairs
Courtesy: The Quint

আন্তর্জাতিক
  • করাচিতে একটি বহুতল ভবনে বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। বাড়িটিতে একটি বেসরকারি ব্যাঙ্কও ছিল। বম্ব স্কোয়াড সদস্যরা পর্যবেক্ষণের পর বুঝতে পেরেছেন। নিকাশি নালার জমা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে। নিকাশি নালার ওপর পিলার বসিয়ে বহুতল ভবনটি তৈরি করা হয়েছিল।
  • টাইফুন আছড়ে পড়ল ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে। ঘর্ণি ঝড়টির নাম রাই. এটি ১৯৫ কিমি প্রতি ঘণ্টায়  আছড়ে পড়ে। দিনাগাট নামে একটি দ্বীপে একটি বাড়িও নেই যার ছাদে উড়ে যায়নি।
  • রাষ্ট্রসঙ্ঘে আফগানিস্তানের দূত পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন আফগান রাষ্ট্রপতি আশরফ গনির আমলে নিযুক্ত গুলাম ইসাকজাই।

 

জাতীয়
  • প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জি টি নানাবতী।(৮৬)। কর্মজীবনে তিনি ওডিশা হাইকার্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা ও ২০০২ সালে গোধরা পরবর্তী হিংসার তদন্ত কমিশনের নেতৃত্বে ছিলেন তিনি।
  • গত ৯ ডিসেম্বর দিল্লির রোহিণী জেলা আদালতের ১০২ নম্বর আদালত কক্ষে স্বল্প ক্ষমতার বিস্ফোরণ হয়েছিল। দীর্ঘ তদন্ত চালিয়ে একজন বিজ্ঞানীকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত ভরতভূষণ কাটারিয়া ডিআরডিও-এর বিজ্ঞানী।

 

খেলা
  • বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন্সশিপে পুরুষদের সিঙ্গলসে দুই ভারতীয়ের লড়াইয়ে কিদম্বি শ্রীকান্ত হারিয়ে দিলেন লক্ষ্য সেনকে। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন এইচএস প্রণয়।
  • প্রথম ক্রিকেটার হিসেবে গোলাপি বলের টেস্টে ৫০টি উইকেট সংগ্রহ করলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর সংগ্রহ আপাতত ৪ উইকেট।
  • ইংল্যান্ড অধিনায়ক জো রুট এদিন ৬২ রান করলেন। এক ক্যালেন্ডার বছরে টেস্টে ১৬০০-র বেশি রান হয়ে গেল তাঁর।
  • আইএসএল-এর মাঝপথেই কোচের পদ থেকে আন্তেনিও লোপেস হাবাসকে সরিয়ে দিল এটিকে  মোহনবাগান। গত মরসুমে তাঁর প্রশিক্ষণে রানার্স হয়েছিল সবুজ মেরুন।

 

বিবিধ
  • সূর্য পূর্বদিকে ওঠে। ভারতে পূর্বোদোয় করতে হবে। যতক্ষণ পূর্বাঞ্চল উন্নতি না করছে, ততক্ষণ ভারত অর্থনৈতিকভাবে সুপার পাওয়ার হবে না। এই পূর্বোদয়ের কেন্দ্রবিন্দু হবে খড়পুর আইআইটি। এদিন প্রতিষ্ঠানের ৬৭ তম সমাবর্তনে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।