কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ ডিসেম্বর ২০২১

670
0
WBPDCL Recruitment 2023

আন্তর্জাতিক
  • বিদ্যুত বণ্টন ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে বিশ্ব ব্যাঙ্ক পাকিস্তানকে ১৯.৫ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করল।
  • কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান, তুর্কমেনিস্তান- এই ৫টি দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে `ভারত–মধ্য এশিয়া সংলাপ’ নামক শীর্ষ সম্মেলনে অংশ নিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের উভয় বিবৃতিতে আফগান ভূখণ্ডে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল।

 

জাতীয়
  • ১৮ ডিসেম্বর অমৃতসর স্বর্ণ মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছিল জনতা। ২৪ ঘণ্টার মধ্যে কাপুরথালার একটি গুরুদ্বারে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করল উত্তেজিত জনতা।
  • দূরপাল্লার সমস্ত ট্রেনে প্রতিটি স্লিপার কোচের ৬টি করে আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
  • দেশের প্রথম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বপ্রথম কোভিড টিকাকরম সম্পূর্ণ করল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ৮৩৬ দ্বীপের এই অঞ্চলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির টিকার দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে. এদিকে দেশে করোনা ভাইরাসের ওমিক্রণ স্ট্রেনে সংক্রমিতের সংখ্যা বেডেড় হয়েছে ১৫১।

 

খেলা
  • ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ান্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় হকি দল ৬-০ গোলে পরাস্ত করল জাপানকে।
  • ঢাকায় মহিলাদের অনূর্ধ্ব ১৯ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ১-০ গোলে হারাল নেপালকে।
  • বিশ্বচ্যাম্পিয়নসিপে রুপো জিতলেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় কিদম্বি শ্রীকান্ত। ব্রোঞ্জ পদক জিতলেন লক্ষ্য সেন। এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপের পুরুষদের সিঙ্গলসে কোনো ভারতীয় রুপো জিতলেন। এক বিভাগে দুটি পদকও এই প্রথম পেল ভারত।

 

বিবিধ
  • বার্ষিক মানবসূচকে ৯০ থেকে ১১৯ তম স্থানে নেমে গেল ভারত। কাটো ইনস্টিটিউট ও ফ্রেজার ইনস্টিটিউটের করা সমীক্ষায় ১৬৫টি দেশের নাম রয়েছে ৮২টি সূচকের ভিত্তিতে। ভুটান, মায়ানমার, পাকিস্তান ও চিনের ক্রম যথাক্রমে ৯৮,১৪১,১৪৫ ও ১৫০।