আন্তর্জাতিক
- চিলির সাধারণ নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন গ্যাব্রিয়েল বরিচ। ৩৫ বছরের বরিচ চিলির কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। তিনি পরাস্ত করলেন অতি দক্ষিণপন্থী নেতা হোমে আন্তোনিও কাস্তকে।
- ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বইমেলার কাছে জঙ্গি হামলায় নিহত হন মার্কিন নাগরিক তথা মুক্তমনা, নাস্তিক ব্লগার অভিজিত রায়। এই ঘটনায় মূল অভিযুক্ত দুই ব্যক্তি এখনও ফেরার। তাদের খোঁজে ৫ মিলিয়ন ডার (ভারতীয় মুদ্রায় ৩৮ কোটি টাকা) পুরস্কার ঘোষণা করল মার্কিন বিদেশ দপ্তর।
- ফাইজার–এর কোভিড টিকা নেওয়ার পর মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনায় ফাইজারকে দায়ী করল নিউজিল্যান্ড সরকার।
জাতীয়
- ভূয়ো ভোটার রুখতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করার লক্ষ্যে লোকসভায় নির্বাচনী আইন সংশোধনী বিল পাশ হল। এক ব্যক্তির একাধিক স্থানে ভোট দেওয়া রুখতেই এই পদক্ষেপ বলে জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু।
- ২০-২৫ ডিসেম্বর গোটা দেশে `সুশাসন সপ্তাহ’ পালনের কর্মসূচি শুরু করল কেন্দ্রীয় সরকার।
- অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে ৫ ঘণ্টা ধরে জেরা করল ইডি। পানামা পেপার্স কাণ্ডে প্রকাশিত তথ্যে বৈদেশিক মুদ্রার বেআইনি লেনদেন নিয়ে তঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে তাঁর স্বামী অভিষেক বচ্চনকেও জেরা করেছিল ইডি।
খেলা
- অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টও জিতল অস্ট্রেলিয়া। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। অ্যাডিলেডে দিন-রাতের গোলাপি বলের ম্যাচে তারা ২৭৫ রানে হারাল ইংল্যান্ডকে। ২০১০-১১ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাসেজ জিতেছিল ইংল্যান্ড। এই ম্যাচের সেরা হলেন মার্নাস লাবুসেন।
- উত্তরাখণ্ড রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন ক্রিকেটার ঋষভ পন্থ।
বিবিধ
- চিনে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন প্রদীপকুমার রাওয়ত।
- দুদিনে শেয়ার সূচক সেনসেক্স পড়ল ২০৭৯.১৩ পয়েন্ট। এর ফলে ১১.৪৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হল লগ্নিকারীদের।