কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ এপ্রিল ২০২১

724
0
daily current affairs
Courtesy: NDTV.com

আন্তর্জাতিক
  • ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০ লক্ষ টন তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত জল প্রশান্ত মহাসাগরে মিশিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল জাপান৷ প্রক্রিয়া শুরু হতে ২ বছর লাগবে এবং সমাপ্ত হতে কয়েক দশক লেগে যাবে৷ টোকিও ইলেকট্রিক পাওয়ার সূত্র দাবি করেছে, জলের তেজস্ক্রিয়তার মাত্রা বিপজ্জনক স্তরের নিচে নিয়ে এসে তবে তা সমুদ্রে মেশান হবে৷ আন্তর্জাতিক পরমাণু সংস্থাও এতে আপ্তি করেনি৷ ২০১১ সালে ভূকম্প ও সুনামিতে ফুকুশিমার তিনটি পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্থ হয়৷ তখন চুল্লিগগুলিকে শীতলীকরণে ওই ১০ লক্ষ টন জল ব্যবহার করা হয়েছিল৷ ওই জলে মিশে রয়েছে টিট্রিয়াম৷ জল থেকে তাদের বাদ দেওয়ার প্রযুক্তি জাপানের হাতে নেই৷ কিন্তু এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করলেন পরিবেশবিদরা৷ জাপানের মৎস্যজীবীরাও আপত্তি জানালেন৷ প্রতিবাদে মুখর হল চিন এবং দক্ষিণ কোরিয়া৷
  •  করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড ডনসন সংস্থার টিকা প্রয়োগ আপাতত স্থগিত রাখল মার্কিন যুক্তরাষ্ট্র৷ ৬ জন মহিলা ওই টিকা নেওয়ার পর তাঁদের শরীরে রক্তজমাট বাঁধার প্রবণতা দেখা দিয়েছে৷ ইতিমধ্যেই ৬৮ লক্ষ ডোজ ওই টিকা দেওয়া হয়েছে সেখানে৷ তবে ফাইজার ও মর্ডানাা সংস্থার টিকাকরণ চলবে মার্কিন যুক্তরাষ্ট্রে৷

 

জাতীয়
  • করোনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকায় মহারাষ্ট্র সরকার ১৪ এপ্রিল থেকে ১৫ দিনের জন্য গাটা রাজ্যে ১৪৪ ধারা জারি করল৷ দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও স্থগিত থাকবে বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থ্যাকারে৷ গত ২৪ ঘণ্টায় দেশে ১৬১৭৩৬ জন সংক্রমিত হয়েছেন৷ তার মধ্যে মহারাষ্ট্রে ৫১৭৫১ জন৷ গুজরাটের আহমেদাবাদে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে৷ উত্তরাখণ্ডের হরিদ্বারে কুম্ভ মেলা চলছে৷ সেখানে ১৮১৬৯ জনের করোনা পরীক্ষা হয়েছে৷ তাঁদের মধ্যে ১০২ জন সংক্রমিত বলে জানা গেছে৷ এদিকে স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া৷ এরই মধ্যে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷
  •  নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ফ্রান্সের বিদেশমন্ত্রী জন ইভল্যদ্রিয়াঁর সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির কথা হল তাঁদের মধ্যে৷

 

বিবিধ
  • ২০২০-২১ অর্থবর্ষে দেশে মোট পরোক্ষ কর আদায় হয়েছে ১০.৭১ লক্ষ কোটি টাকা৷ এক্ষেত্রে অতিমারি পরিস্থিতির জন্য সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৯.৮৯ লক্ষ কোটি টাকা৷ এই কর আদায় ২০১৯-২০ অর্থবর্ষের থেকে ১২.৩ শতাংশ বেশি৷ কেন্দ্রীয় উৎপাদন শুল্ক ও পরিষেবা কর খাতে বৃদ্ধর হার ৫৯.২ শতাংশ৷ প্রসঙ্গত, সদ্য সমাপ্ত অর্থবর্ষে প্রত্যক্ষ কর আদায়ও সংশোধিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছিল৷
  •  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নেভা নদীর তিরে ঐতিহাসিক কারখানা নেভস্কায়া মানুফ্যাকচুরা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল৷ এই টেক্সটাইল কারখানাকে রাশিয়া সরকার হেরিটেজ স্থান হিসাবে অ্যাখ্যা দিয়েছিল৷

 

খেলা
  • ভারতের জাতীয় হকি দলের প্রাক্তন খেলোয়াড় বলবীর সিং জুনিয়র প্রয়াত হলেন৷ ৮৮ বছর বয়স হয়েছিল তাঁর৷ ১৯৫৮ সালে এশিয়ান গেমসে রুপো জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি৷ প্রসঙ্গত, তাঁরই সহ খেলোয়াড় বলবীর সিং সিনিয়রও প্রয়াত হয়েছেন গত বছর৷
  • নিউজিল্যাণ্ড ক্রিকেট সংস্থার বিচারে তিন ধরনের ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের জন্য স্যার রিচার্ড হ্যাডনি পদক পেলেন কেন উইলিয়ামসন৷ এই নিয়ে তিনি চতুর্থবার এই পুরস্কার পেলেন৷
  •  আইসিসি মার্চ মাসের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নিল ভারতের পেসার ভুবনেশ্বর কুমারকে৷