আন্তর্জতিক
- জাপানে ৩ জনের ফাঁসির আদেশ কার্যকর করা হল। ২০১৯ সালের পর ২ বছর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত ছিল সেখানে। ফুজিও কিসিদা প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার নেওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হল। প্রসঙ্গত জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড বহাল রয়েছে।
- পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পাখতুন খোয়ার প্রাদেশিক নির্বাচনে শোচনীয় ফল করল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)। পাকিস্তানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে ইমরানের দলর জনপ্রিয়তা তলানিতে।
জাতীয়
- হলদিয়ায় আইওসি রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন শ্রমিকের মৃত্যু হল। জখম হয়েছেন ৪৪ জন। রাজ্যসভায় ধ্বনিভোটে পাশ হল আধার ও ভোটার কার্ডের সংযুক্তিকরণে আনা নির্বাচনী আইন (সংশোধনী) বিল ২০২১। লোকসভাতে তা আগেই পাশ হয়েছে। তবে এই বিল নিয়ে কোনো আলোচনা হল না। এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান সাংসদরা।
- কলকাতা কর্পোরেশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামপন্থী দল ও নির্দল প্রার্থীরা পেলেন যথাক্রমে ১৩৪, ৩, ২, ২ ও ৩টি আসন।
খেলা
- এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে (হকি) জাপান (৫-৩) গোলে হারিয়ে দিল ভারতকে। গ্রুপ লিগে ভারত ৬-০ গোলে হারিয়েছিল জাপানকে। এর আগে ১৮ বার মুখোমুখি লড়াইয়ে ১৬ বার ভারত জয়ী হয়েছিল।
- জাতীয় বিলিয়ার্ডসে চ্যাম্পিয়ন হলেন পঙ্কজ আদানি। এই ইভেন্টে এটি তঁর একাদশ খেতাব। সব মিলিয়ে ৩৫ তম খেতাব জিতলেন তিনি।
বিবিধ
- কবি শরতকুমার মুখোপাধ্যায় (৯০) প্রয়াত হলেন। ত্রিশঙ্কু, নমিতা মুখোপাধ্যায় ছদ্মনামেও তিনি লেখালেখি করতেন। ২০০৯ সালে `ঘুমের বাডির মতো চাঁদ’ গ্রন্থের জন্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হল `সেনার হরিণ’, `অন্ধকার লেবুবন’ প্রভৃতি। প্রথম উপন্যাস `সহবাস’। কিচুদিন `কৃত্তিবাস’ পত্রিকার সম্পাদনাও করেছলেন।