কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ ডিসেম্বর ২০২১

schedule
2021-12-27 | 06:25h
update
2021-12-27 | 06:25h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: IndiaTv News

আন্তর্জাতিক
  • কোভিড প্রতিষেধকের দুটি ডোজ এবং তারপর বুস্টার ডোজও নিয়েছেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রেসিডেন্ট আবদুল্লা শাহিদ। মালদ্বীপের বাসিন্দা ৫৯ বছরের শাহিদ এরপর ও করোনা ভাইরাসে সংক্রমিত হলেন।
  • আফগানিস্তানে তালিবান সরকারের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও মানবিকতার খাতিরে সেখানকার বাসিন্দাদের কাছে ত্রাণ পাঠিয়ে দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিল রাষ্ট্রসংঘ। ১৬০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থা সেখানে খাদ্য ও ঐষধ পাঠিয়ে দেবে।
  • হংকং বিশ্ববিদ্যালয়ের হেকিং ওয়ং ভবনের ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল ড্যানিশ ভাস্কর ইয়েন্স গালশিয়টের তৈরি করা ভাস্কর্য `পিলার অব শেম’।তিয়েন আন মেন স্কোয়ারের হত্যাকাণ্ড ছিল ২৬ ফুট দীর্ঘ ভাস্কর্যটির বিষয়। সেটি দুটুকরো করে করে সরিয়ে ফেলা হল । কর্তৃপক্ষ জানিয়েছে, তার স্থান হবে গুদাম ঘরে।
Advertisement

 

জাতীয়
  • পাঞ্জাবের লুধিয়ানায় জেলা আদালতের শ্যেচাগারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক জনের। এই ঘটনায় আটের দশকে খালিস্তানি সন্ত্রাসবাদের স্মৃতি ফিরে এল।
  • আধ্যাত্মিক সফরে ভারতে এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তিনি তিরুমালায় তিরুপতি বেঙ্কটেশ্বরের পুজো দেবেন।
  • মায়ানমারের সেনা শাসকদের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

 

খেলা
  • ২০২২ সালে ফিফা তালিকাভুক্ত হচ্ছেন ভারতের ১৮ জন ফুটবল রেফারি। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ৪ জন। তাঁরা হলেন কণিকা বর্মণ, প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়, সমর পাল, অসিত সরকার।
  • অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ভারত ১৫৪ রানে পরাস্ত করল সংযুক্ত আরব আমিরশাহিকে।

 

বিবিধ
  • তেলের দাম বাবদ শ্রীলঙ্কার কাছে ২৫ কোটি ডলারেরও বেশি পাওনা ছিল ইরানের। প্রতিমাসে ৫০ লক্ষ ডলার মূল্যের চা ইরানে পাঠিয়ে ঋণ পরিশোধের কথা জানালেন শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী রমেশ পাখিরানা।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 23:55:24
Privacy-Data & cookie usage: