আন্তর্জাতিক
- কোভিড প্রতিষেধকের দুটি ডোজ এবং তারপর বুস্টার ডোজও নিয়েছেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রেসিডেন্ট আবদুল্লা শাহিদ। মালদ্বীপের বাসিন্দা ৫৯ বছরের শাহিদ এরপর ও করোনা ভাইরাসে সংক্রমিত হলেন।
- আফগানিস্তানে তালিবান সরকারের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও মানবিকতার খাতিরে সেখানকার বাসিন্দাদের কাছে ত্রাণ পাঠিয়ে দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিল রাষ্ট্রসংঘ। ১৬০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংস্থা সেখানে খাদ্য ও ঐষধ পাঠিয়ে দেবে।
- হংকং বিশ্ববিদ্যালয়ের হেকিং ওয়ং ভবনের ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল ড্যানিশ ভাস্কর ইয়েন্স গালশিয়টের তৈরি করা ভাস্কর্য `পিলার অব শেম’।তিয়েন আন মেন স্কোয়ারের হত্যাকাণ্ড ছিল ২৬ ফুট দীর্ঘ ভাস্কর্যটির বিষয়। সেটি দুটুকরো করে করে সরিয়ে ফেলা হল । কর্তৃপক্ষ জানিয়েছে, তার স্থান হবে গুদাম ঘরে।
জাতীয়
- পাঞ্জাবের লুধিয়ানায় জেলা আদালতের শ্যেচাগারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক জনের। এই ঘটনায় আটের দশকে খালিস্তানি সন্ত্রাসবাদের স্মৃতি ফিরে এল।
- আধ্যাত্মিক সফরে ভারতে এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তিনি তিরুমালায় তিরুপতি বেঙ্কটেশ্বরের পুজো দেবেন।
- মায়ানমারের সেনা শাসকদের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
খেলা
- ২০২২ সালে ফিফা তালিকাভুক্ত হচ্ছেন ভারতের ১৮ জন ফুটবল রেফারি। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার ৪ জন। তাঁরা হলেন কণিকা বর্মণ, প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়, সমর পাল, অসিত সরকার।
- অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে ভারত ১৫৪ রানে পরাস্ত করল সংযুক্ত আরব আমিরশাহিকে।
বিবিধ
- তেলের দাম বাবদ শ্রীলঙ্কার কাছে ২৫ কোটি ডলারেরও বেশি পাওনা ছিল ইরানের। প্রতিমাসে ৫০ লক্ষ ডলার মূল্যের চা ইরানে পাঠিয়ে ঋণ পরিশোধের কথা জানালেন শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী রমেশ পাখিরানা।