কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ডিসেম্বর ২০২১

schedule
2021-12-28 | 12:11h
update
2021-12-28 | 12:11h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Outlook India

আন্তর্জাতিক
  • বাংলাদেশে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পুডে মৃত্যু হল অন্তত ৪১ জনের। ঢাকা থেকে বরিশাল হয়ে বরগুনা অভিমুখে ৪৫০-৫০০ যাত্রী নিয়ে রওনা দিয়েছিল তিনতলা বিশিষ্ট লঞ্চ `অভিযান -১০’। বরিশালের ঝালকাঠিতে সুগন্ধা নদীর ওপর চলন্ত অবস্থায় আগুন লাগে। প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়েছেন অনেকে। দেড় শতাধিক মানুষ জখম হয়েছেন।
  • ব্রিটেনে একদিনে ১ লক্ষ ১৯ হাজার জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন যা সে দেশের ক্ষেত্রে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। ফ্রান্সে ২৩ ডিসেম্বর ৯১৬০৮ জন সংক্রমিত হয়েছেন যা সে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
  • গত এপ্রিল মাসে ডন্টে রইট নামে এক কৃষ্ণাঙ্গ যুবক মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গুলি করে হত্যার ঘটনায় শ্বেতাঙ্গ মহিলা পুলিশ অফিসার কিম্বারলি পটারকে দেষী সাব্যস্ত করল মিনেসোটা প্রদেশের আদালত।
Advertisement

 

জাতীয়
  • উত্তরপ্রদেশের কানপুরে এক ব্যবসায়ীর গৃহে তল্লাসি চালিয়ে বিপুল নগদ টাকার খোঁজ পেল সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। এই টাকার অঙ্ক ১৫০ কোটি ছাডিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জিএসটি কর্তৃপক্ষের দাবি, ই-ওয়ে বিল ফাঁকি দিতে ভুয়ো চালান দিয়ে বিপুল কর ফাঁকি দিয়েছেন ব্যবসায়ী পীযূষ জৈন।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ঋষি অরবিন্দের সার্ধশত জন্মজয়ন্তী উদযাপন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল।
  • ৩২ বছর পরিষেবা দেওয়ার পর দেশে তৈরি প্রথম মিসাইল করভেটকে বিদায় জানাল ভারতীয়  নৌবাহিনী।

 

খেলা
  • সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন হরভজন সিং। ৪১ বছরের হরভজনের ক্রিকেট কেরিয়ার ২৩ বছরের। ১৯৯৮ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেকের পর ভারতেচর হয়ে ১০৩ টেস্টে ৪১৭টি উইকেট ও ২টি শত রান আছে তাঁর। ২৩৬টি একদিনের ম্যাচ ও ২৮টি টি ২০ ম্যাচে তাঁর শিকার যথাক্রমে ২৬৯ ও ২৫টি উইকেট। ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।
  • `ময়দানের বাজপাখি’ নামে পরিচিত ভারতীয় ফুটবল দলের অন্যতম শ্রেষ্ঠ গোলরক্ষক সনত শেঠ (৯৩) প্রয়াত হলেন।

 

বিবিধ
  • অ্যান্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনশনে আরোহণ করে ৭৫০০ বর্গফুটের জাতীয় পতাকা বিছিয়ে নজির সৃষ্টি করলেন ৩ ভারতীয় অভিযাত্রী জয় বিষণ, মহেন্দ্র যাদব ও সুমেন্দু।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 19:47:52
Privacy-Data & cookie usage: