কারেন্ট অ্যাফেয়ার্স ২৫ ডিসেম্বর ২০২১

535
0
daily current affairs

আন্তর্জাতিক

  • আফগানিস্তানে গত চার মাসের মধ্যেই সাংবাদিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে । রিপোটর্স উইদাউট বর্ডার্স এবং আফগান জার্নালিস্ট আসোসিয়েশন–এর সমীক্ষা অনুযায়ী সে দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১৫টিতে এখন আর একজনও মহিলা সাংবাদিক কাজ করেন না। গত কয়েক মাসে ৬৪০০ জন সাংবাদিক কর্মচ্যুত হয়েছেন। প্রতি পাঁচ জন মহিলা সাংবাদিকের মধ্যে চার জনই কাজ হারিয়েছেন। আফগানিস্তানে ২৩১টি সংবাদমাধ্যম বন্ধ হয়ে গিয়েছে। আঞ্চলিক সংবাদমাধ্যম নেই বললেই চলে।
  • মায়ানমারের বায়া প্রদেশের মো সো এলাকায় মহিলা, শিশুসহ ৩০ জন গ্রামবাসীকে সেনাবাহিনী হত্যা  করেছে বলে অভিযোগ উঠল। সেনার দাবি, নিহতেরা জঙ্গি।

 

জাতীয়
  • দেশের ১৫-১৮ বছরের কিশোর কিশোরীদের করোনা প্রতিষেধক দেওয়ার কর্মসূচি শুরু হবে ৩ জানুয়ারি। স্বাস্থ্যকর্মী, ফ্রন্টলাইন ওয়ার্কার ও ৬০ বছরের বেশি বয়সী গুরুতর অসুস্থ ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে ১০ জানুয়ারি থেকে। দেশবাসীর উদ্দেশে টেলিভিশন বক্তৃতায় এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বায়েটেকের কোভ্যাক্সিন টিকা ১২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়ার বিষয়ে ছাড়পত্র দিল ডিসিজিআই।
  •  পালিত হল সুশাসন দিবস। দশটি মানদণ্ডের বিচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিচারে বিচারে সুশাসন সূচকে প্রথম তিনটি স্থান পেল গুজরাট, মহারাষ্ট্র ও গোয়া। কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি।

 

খেলা
  • ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রেমন্ড ইলিংওয়ার্থ (৮২) প্রয়াত হলেন। ৬১ টেস্টে ১৮৩৬ রান ও ১২২ উইকেট পেয়েছিলেন তিনি। অধিনায়ক হিসেবে ৩১ টেস্ট খেলেন এবং ১৯৭০-৭১ মরসুমে অ্যাসেজ জেতেন। প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। কাউন্টি খেলতেন ইয়র্কশায়ারের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪১৩৪ রান ও ২০৭২ উইকেট ছিল তাঁর।

 

বিবিধ
  • ফ্রেঞ্চ গিয়ানা থেকে ইউরোপিয়ান এরিয়ান-৫ রকেটে চড়ে মহাকাশ পাড়ি দিল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। বিশ্বের সব থেকে বড় এই স্পেস টেলিস্কোপ নির্মাণ ও উতক্ষেপণ প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার কোটি ডলার। পৃথিবী থেকে ১৫ লক্ষ কিমি দূরত্বের একটি কক্ষপথে এটি স্থাপিত হবে।