কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ডিসেম্বর ২০২১

600
0
daily current affairs

আন্তর্জাতিক

  • দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ বর্ণবাদী বিরোধী আন্দোলনের অন্যতম শরিক ডেসমন্ড টুডু প্রয়াত হলেন।   ৯০ বছর বয়স হয়েছিল তাঁর। ১৯৮৬ সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসাবে কেপ টাউনের আর্চ বিশপ হন। নেলশন ম্যান্ডেলা তাঁকে `পিপল আর্চ বিশপ’ বলতেন। ১৯৮৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন।
  •  গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১,০৪,৬১১ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। যা সে দেশে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। ইতালিতেও রেকর্ড সংখ্যক ৫৪৭৬২ জন সংক্রমিত হলেন।
  • বড়দিনের উতসব চলার সময় প্রাণঘাতী অস্ত্র সঙ্গে নিয়ে লন্ডনের উননসর প্রাসাদে ঢুকে পড়ায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

 

জাতীয়
  • `বিচার ব্যবস্থার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ মিডিয়া ট্রায়াল। ইন্ডিয়ান জুডিশিয়ারি –চ্যালেক্সে অব ফিউচার শীর্ষক স্মারক বক্তৃতায় এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামনা।
  • পূর্ব সিকিমের নাথুলাতে তুষারপাতে আটকে পড়া ১০২৭ জন পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী।

 

খেলা
  • সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভারত ৩ উইকেটের বিনিময়ে ২৭২ রান করল। শতরান করলেন কে এল রাহুল (অপরাজিত ১২২)। এটি তাঁর সপ্তম টেস্ট সেঞ্চুরি। তার মধ্যে ৬টি দেশের বাইরে। ওয়াসিম জাফরের পর, দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে শতরন করলেন কোনো ভারতীয় ক্রিকেটার। ভারতীয়দের মধ্যে মহম্মদ আজহারউদ্দিনকে টপকে সব থেকে বেশি বার টেস্টে টস জেতার রেকর্ড করলেন বিরাট কোহলি(৩০ বার)।
  • মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড প্রথাম ইনিংসে মাত্র ১৮৫ রান করল।

 

বিবিধ
  • আগামী বছরেই ১০০ লক্ষ কোটি ডলারের মাইল ফলক স্পর্শ করবে বিশ্ব অর্থনীতি। ব্রিটিশ উপদেষ্টা সংস্থা `সেবার’ এ কথাই জানাল। তাদের হিসেব অনুযায়ী ২০২৩ সালে ব্রিটেনকে টপকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত।