কারেন্ট অ্যাফেয়ার্স ২৭ ডিসেম্বর ২০২১

schedule
2021-12-28 | 12:38h
update
2021-12-28 | 12:38h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: Republic World

আন্তর্জাতিক
  • সিরিয়াকে রাসায়নিক অস্ত্র তৈরির উপাদান গোপনে সরবরাহ করার অভিযোগে এক সিরীয় ব্যক্তিকে গ্রেপ্তার করল ফ্রান্সের পুলিশ। ষাট বছর বয়সী ওই ব্যক্তি বড়দিনের ছুটিতে ফ্রান্সে ফেরামাত্র গ্রেপ্তার হলেন। একটি জাহাজ সংস্থা মারফত ওই সব উপাদান পাঠাতেন তিনি। প্রসঙ্গত ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিরিয়ার গৃহযুদ্ধে ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। বার বার রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছিল সিরিয়া সরকারের বিরুদ্ধে। শুধু দামাস্কাসেই সিরিল গ্যাস হামলায় ১৪০০ জনের মৃত্যুর অভিযোগ উঠেছিল।
Advertisement

 

জাতীয়
  • স্বঘোষিত ধর্মগুরু কালীচরণ মহারাজের বিরুদ্ধে এফআইআর করল ছত্তিশগড় পুলিশ। রায়পুরে আয়োজিত ধর্মসংসদে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিকে হরিদ্বারের ধর্মসভায় বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে আদালতকে স্বতঃপ্রণোদিত মামলা করার দাবি জানিয়ে প্রধান বিচারপতি এম ভি রামানাকে চিঠি লিখলেন ৭৬ জন আইনজীবী।
  • কানপুরের সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর একটি গৃহে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত নগদ ২৫৭ কোটি টাকা এবং ২৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে. ৪ শহরে ১৪টি গৃহ, ২৫০ কেজি রুপোর সম্পত্তির খোঁজও পাওয়া গেছে।

 

খেলা
  • বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হল ২৬৭ রানে। প্রথম ইনিংসে ১৮৫ রানের পর   ইংল্যান্ড দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩১ রান করল।
  • এ মরসুমের আই লিগের প্রথম হ্যাট্রিক করলেন নেরোকা এফসির সের্খিও মেন্দিগুচিয়া। তাঁর দল ৩০২ গোলে হারাল শ্রীনিধি এফসিকে।
  • তামিলনাড়ুকে ১১ রানে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়নহল হিমাচল প্রদেশ।

 

বিবিধ
  • সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্যোগে কলকাতায় শুরু হল বিশ্বের প্রথম `ইন্টারন্যাশনাল রিভার কংগ্রেস’। এই সম্মেলন চলবে তিন দিন ধরে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2024 - 23:11:29
Privacy-Data & cookie usage: