কারেন্ট অ্যাফেয়ার্স ২৯ ডিসেম্বর ২০২১

699
0
Current Affairs 18th March

আন্তর্জাতিক
  • জর্ডনের আইনসভার নিম্নকক্ষে দেশের সংবিধান সংশোধন নিয়ে আলোচনার সময়ই হাতাহাতিতে জডিয়ে পড়লেন সাংসদরা। ২০১৩ সালে জর্ডনের সংসদে তর্কাতর্কি চলার সময় এক সাংসদের দিকে গুলি চালিয়েছিলেন অন্য এক সাংসদ।
  • ফ্রান্সে একদিনে ১,৭৯,৮০৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। টিকাকরণের হার সর্বোচ্চ ফ্রান্সে। টিকাকরণ হয়ে গেছে ৯০ শতাংশ নাগরিকের। তারপরেও সেখানে ৩ দিনের মধ্যে দেড়গুণ বৃদ্ধি পেল সংক্রমণ। চিনের সেয়ান শহরে সংক্রমণ ধরা পড়ায় সেখানে কঠোর লকডাউনের পথ নিয়েছ প্রশাসন।

 

জাতীয়
  • দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বাড়ল ৪৪ শতাংশ। গত দিন ৬৩৫৮ জনের থেকে এদিন সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল ৯১৯৫। এর মধ্যে ওমিক্রন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। তারমধ্যে ২৩৮ জনই দিল্লির। পশ্চিমবঙ্গে গত দিনের ৭৫২ জনের তুলনায় বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এদিন সংক্রমিত হয়েছেন ১০৮৯ জন।
  • উত্তরপ্রদেশে আমেতিতে চোর সন্দেহে এক দলিত কিশোরীকে পিটিয়ে হত্যা করা হল। প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী গত বছর দেশে সব থেকে বেশি দলিত নিগ্রহের (১২৭১৪টি) ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।

 

খেলা
  • সেঞ্চরিয়নে দক্ষিণ আফ্রিকা-ভারতের টেস্টের চতুর্থ দিনে ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূচনা করলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। এদিন ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৭৪ রানে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলল ৯৪ রান।
  • আইএসএলে এটিকে মোহনবাগান ২-১ গোলে হারিয়ে দিল গোয়া এফসিকে। ২৫ গজ দূর থেকে দর্শনীয় গোল করলেন লিস্টন কোলাসো। পয়েন্টের বিচারে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল মোহনবাগান।

 

বিবিধ
  • দুচাকার গাড়িতে প্রতি লিটার পেট্রোলে ২৫ টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার।
  • মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলায় ৭০০০ পাতার অতিরিক্ত চার্জশিট জারি করল ইডি।

 

২৮ ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন