আন্তর্জাতিক
- গত ২২ থেকে ২৮ ডিসেম্বর বিশ্ব করোনা ভাইরাসের গড় দৈনিক সংক্রমণ ছিল ৯ লক্ষ। এদিন ফ্রান্সে ২ লক্ষ ৮ হাজার, ইতালিতে ৯৮ হাজার, মার্কিন যুক্তরাষ্ট্রে ২ লক্ষ ৫৮ হাজার জন করোনায় সংক্রমিত হয়েছেন।
- চিনের থেকে ২৫টি জে ১০ সি যুদ্ধবিমান কিনল পাকিস্তান। পাক অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রসিদের বক্তব্য `এটা ভারতের রাফাল যুদ্ধ বিমানের জবাব।’
জাতীয়
- দেশে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। এদিন ১৩১৫৪ জন সংক্রমিত হলেন। পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় সংক্রমণ দ্বিগুণ হয়ে হয়েছে ২১২৮।
- এরমধ্যে কলকাতায় ১০২০ জন সংক্রমিত হয়েছেন। দেশে ওমিক্রন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৯৬১ জন।
- বিতর্কিত ধর্মগুরু কালীচরণ মহারাজ ওরফে অভিজিত সরগকে গ্রেপ্তার করল ছত্তিশগড় পুলিশ। মহাত্মা গান্ধি সম্পর্কে অবমাননাকর বক্তব্য করেছিলেন তিনি। মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে গ্রেপ্তার করা হয় মহারাষ্ট্রের এই ধর্মনেতাকে।
- ঝাঁসি রেল স্টেশনের নাম বদলে বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেল স্টেশন করার সিদ্ধান্ত জানাল উত্তরপ্রদেশ সরকার।
খেলা
- সেঞ্চুরিয়ন টেস্টে ১১৩ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে ইতিহাস গড়ল ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন ভারতের কে এল রাহুল। এই প্রথম এশিয়ার কোনো দেশ দক্ষিণ আফ্রিকাকে টেস্ট ম্যাচে সেঞ্চুরিয়নে পরাস্ত করল। সেখানে ২৮ বার টেস্ট খেলে ৩টিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের কাছে।
- টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ভি ভক। ৭ বছরে ৫৪ টেস্টে ৬ শতরান সহ ৩৩০০ রান আছে তাঁর।
বিবিধ
- সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু। `মীরজাফর ও অন্যান্য নাটক‘ গ্রন্তের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। বুদ্ধদেব বসুর পর দ্বিতীয় বাঙালি হিসেবে তিনি এই সম্মান পেলেন।