কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ এপ্রিল ২০২১

705
0
daily current affairs
Courtesy: Influencive

আন্তর্জাতিক
  • গত এক সপ্তাহে (৫-১১ এপ্রিল) বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ৷ এই ৭ দিনে ৪৫ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন, প্রাণহানি হয়েছে ৭৬ হাজার জনের৷ ব্রিটেনের অতি সংক্রামক বি ১.১.৭ ভেরিয়্যান্টটি ১৩২টি দেশে ছড়িয়ে বিপত্তি বাড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ দক্ষিণ আফ্রিকার বি ১.৩৫১ স্ট্রেন এবং ব্রাজিলের পি.১ স্ট্রেন যথাক্রমে বিশ্বের ৮২ এবং ৫২টি দেশে ছড়িয়ে পড়েছে৷ সংক্রমণ বৃদ্ধির বিচারে প্রথম ৫টি দেশ হল ভারত৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, তুরস্ক ও ফ্রান্স৷
  • এক মাস আগে “এম ভি এভারগ্রিন” নামক জাহাজ আটকে বিশ্বের বৃহত্তম জলপথ যানজটের সৃষ্টি হয়েছিল সুয়েজ খালে৷ সেই ঘটনায় জাহাজটিকে ৯০ কোটি ডলার ক্ষতিপূরণের কথা জানালেন খাল রক্ষণাবেক্ষণ সংস্থার প্রধান ওসামা রাবি৷ সুয়েজ খালে জাহাজ চলাচল স্বাভাবিক হলেও এভারগ্রিন এখনও ওই খালের এক দিকেই নোঙর করা রয়েছে৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রের মিনসোটার ব্রুকলিন সেন্টারে কৃষ্ণাঙ্গ যুবক জন্ট রাইটকে গুলি করে হত্যার ঘটনায় ইস্তফা দিলেন অভিযুক্ত মহিলা পুলিশ অফিসার কিম পটার৷

 

জাতীয়
  • দেশে করোনা সংক্রমণ বেড়ে চলায় ২০২১ সালের সিবিএসই দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হল৷ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখা হল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের উপস্থিতিতে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ১৮৪৩৭২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন৷ এই সময়ে ১০২৭ জনের প্রাণহানি হয়েছে৷ পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৫৮৯২ জন সংক্রমিত হয়েছেন করোনায়৷

 

বিবিধ
  • নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ২১ সেকেন্ড ধরে ঘণ্টা বাজিয়ে নথিভুক্ত করা হল ক্রিপ্টোকারেন্সিকে৷ এই প্রথম কোনও ডিজিটাল মুদ্রা নথিভুক্ত হল কোনও এক্সচেঞ্জে৷ অন্তর্ভুক্তির সময় তার শেয়ারশূন্য হল ৯১০০ কোটি ডলার৷ ২০০৮-২০০৯ সালে প্রথম বাজারে আসে ডিজিটাল মুদ্রা বিটকয়েন৷ জালিয়াতির অভিযোগে জাপানে ২০১৪-১৫ সালে বন্ধ হয় বিটকয়েন এক্সচেঞ্জ এমটি- গক্স৷ সম্প্রতি গোল্ডম্যান স্যাক্স, মর্গ্যান স্ট্যানলি ব্যাঙ্ক এবং মার্কিন গাড়ি সংস্থা টেসলা ডিজিটাল মুদ্রা ব্যবহার চালু করেছে৷

 

খেলা
  • এএফসি কাপের বাছাই পর্বের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে বেঙ্গালুরু এফসি ৫-০ গোলে পরাস্ত করল নেপালের ত্রিভুবন আর্মি এফসি দলকে৷ গোয়ায় এই ম্যাচে জোড়া গেগাল করলেন রাহুল ভেকে, ক্লেটন সিলভা৷ সুনীল ছেত্রী একটি গোল করলেন৷
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছল পিএসজি৷ এদিন তারা বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরে গেলেও সার্বিক ফলের বিচারে শেষ চারে পৌঁছল৷ একইভাবে পোর্তোর কাছে দ্বিতীয় পর্বে ০-১ ব্যবধানে হারলেও সার্বিক ২-১ ফলের বিচারে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে পৌঁছল চেলসি৷
  • ৪১ সপ্তাহ পর আইসিসি একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় হারালেন বিরাট কোহলি৷ শীর্ষস্থানে উঠে এলেন পাকিস্তানের বাবর আজম৷