কারেন্ট অ্যাফেয়ার্স ১ জানুয়ারি ২০২২

607
0
daily current affairs
Courtesy: Business Today

আন্তর্জাতিক
আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে ৭ জন রুশ ও ৩ জন চিনা সহ মোট ১০ জন নভশ্চর মিলে নববর্ষকে বরণ করে নিলেন।  রুশ মহাকাশ গবেষণাকেন্দ্র রসকসমস জানিয়েছে, এই প্রথম একসঙ্গে 10 জন বর্ষ বরণ করলেন মহাকাশে। রস কষ বশির তথ্য গত ২১ বছরে সেখানেই মোট ৮৩ জন নববর্ষ কাটিয়েছিলেন।
হরিদ্বার ক্যারিবিয়ান গার্ডেন্স চিড়িয়াখানায় একজন সবাইকে রক্ষা করতে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হল একটি মালায়ান বাঘের। মালায়ন বা বিলুপ্ত প্রায়।
জাতীয়
নতুন বছরে আফগানিস্তানের নাগরিকদের জন্য কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতালের 5 লক্ষ দজ ও ভ্যাকসিন টিকা সরবরাহ করলো ভারত।
জম্মু থেকে ৫০ কিমি দূরে ত্রিকুট পাহাড়ের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হল। নববর্ষের ভোরে এ ঘটনা ঘটেছে।
মহারাষ্ট্রে ভীমা কোরেগাঁও যুদ্ধের 204 তম বার্ষিকী পালিত হল।
দেশে ২২,৭৭৫ জন করোনায় সংক্রমিত হলেন যা গত ৬ অক্টোবরের পর সর্বোচ্চ। একমাস পর সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ অতিক্রম করে গেল। হেভি পশ্চিমবঙ্গে ৪৫১২ জন সংরক্ষিত হয়েছেন। করোনার ওমিক্রন স্ট্রেনে সংক্রমিত হয়েছেন ১৪৩১ জন।
খেলা 
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে শতরান (১২২) করলেন।‌৫ উইকেটে ২৮৫ রান করল নিউজিল্যান্ড।
বিবিধ
ডিসেম্বর মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১.২৯ লক্ষ  কোটি টাকার বেশি। এই নিয়ে পর পর ৬ মাস ১ লক্ষ কোটি টাকার বেশি জিএসটিসংগ্রহ হল। ২০২১ সালে তার আগের দুই বছরের ডিসেম্বর মাসের তুলনায় জিএসটি সংগ্রহ যথাক্রমে ১৩ ও ২৬ শতাংশ বেড়েছে।
দেশে ৬০০০ এর বেশি বেসরকারি সংস্থার বিদেশ থেকে অনুদান পাওয়ার অনুমোদন রদ করা হয়েছে বলে জানাল কেন্দ্রীয় সরকার।