অস্ট্রেলিয়ার সংসদ ভবনে কর্মরত মহিলাদের অনেকেই যৌন হেনস্থার শিকার। ২০২১ সালে প্রথম এ বিষয়ে মুখ খুলেছিলেন ব্রিটনি হিগিন্স। তারপর থেকে অনেকেই সরব হয়েছেন। সেই সব ঘটনার জন্যই সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও বিরোধী দলনেতা এন্টনি অ্যালবানিজ।
২০২১ সালে কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণে ১৮৫ জনের প্রাণহানি হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ১৩ জন মার্কিন সেনা। এই ঘটনায় প্রধান অভিযুক্ত আইএএস খোরাসানের সন্ত্রাসবাদী নেতা সানাউল্লাহ গফরির সন্ধানে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের রেওয়ার্ডস অফ জাস্টিস বিভাগ।
জাতীয়
প্রতি বছর দেশে ১৫০ জন আইপিএস অফিসার নিয়োগ করা হত। সেই সংখ্যা বাড়িয়ে ২০০ করার সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
কর্ণাটকের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান তিন দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিল সেখানকার রাজ্য সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পরে আসার বৈধতা নিয়ে কর্ণাটক হাইকোর্টে মামলা চলছে। হিজাবের পক্ষে-বিপক্ষে বিতর্কে যুক্ত হয়েছে একাধিক গোষ্ঠীর মন্তব্যও।
২০০৮ সালে আমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণে ৫৬ জনের প্রাণহানির ঘটনায় ৪৯ জনকে দোষী সাব্যস্ত করল আদালত।
খেলা
আইএসএলে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল এটিকে মোহনবাগান।
বিবিধ
প্রয়াত হলেন অভিনেতা প্রবীণ কুমার সবতি (৭৪)। বিএসএফের প্রাক্তন জওয়ান সবতি দুটি এশিয়ান গেমস (১৯৬১,১৯৭০) থেকে হ্যামার ও ডিসকাস থ্রো বিভাগে সোনাসহ চারটি পদক জিতে ছিলেন। ১৯৬৮ ও ১৯৭২ সালে অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করেছিলেন ভারতীয় ক্রীড়া দলের। বি আর চোপড়া পরিচালিত টেলিভিশন’ ধারাবাহিক ‘মহাভারতে’ ভীমের চরিত্রে ও ‘চাচা চৌধুরী’ ধারাবাহিকে সাবু চরিত্রে তিনি অভিনয় করেছিলেন।
অস্কার এর চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেল সুস্মিত ঘোষ -রিন্টু টমাস পরিচালিত ‘ রাইটিং উইথ ফায়ার’।