কারেন্ট অ্যাফেয়ার্স ১০ ফেব্রুয়ারি ২০২২

749
0
daily current affairs

আন্তর্জাতিক
  • লিবিয়ার অন্তবর্তী প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল ডেইবার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হল। রাজধানী ত্রিপোলীতেই এই ঘটনা ঘটেছে। ২০১১ সালে প্রেসিডেন্ট পদ থেকে মুয়াম্মার গদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে টালমাটাল অবস্থা লিবিয়ায়। বছর খানেক আগে দায়িত্ব নিয়েছেন হামিদ। সাধারণ নির্বাচন করা তাঁর দায়িত্ব। তাঁর পদত্যাগের দাবিও উঠেছে। তবে হামলা হলেও অক্ষত আছেন হামিদ।
  • ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্ব মেটাতে ওই দুই দেশ সফর করলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরঁ। তবে তাঁর দৌত্যে কাজ হবে কী না জানা নেই। পরিস্থিতি নিয়ে এদিন তিনি টেলিফোনে আলোচনা করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে।

 

জাতীয়
  • হিসাব পরে ক্লাস করা নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোনও ধরনের ধর্মীয় পোশাক পরা নিষিদ্ধ করল কর্নাটক হাইকোর্ট। তারপরই ওই রাজ্যে পুনরায় স্কুল খোলার সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার।
  • করোনার প্রাদুর্ভাব শেষের পথে বলে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও এখনও কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও কর্নাটকে সংক্রমণ উদ্বেগজনক। দেশে ১ কোটি ৬১ লক্ষ মানুষ টিকার বুস্টার ডোজ পেয়েছেন।

 

খেলা
  • হকির প্রো লিগে ভারত ১০-২ গোলে পরাস্ত করল দক্ষিণ আফ্রিকাকে। হ্যাটট্রিক করলেন যুগরাজ সিং।
  • বেজিংয়ে শীতকালীন অলিম্পিকে `ডোপ’ নেওয়ার অবিযোগ উঠল রাশিয়ার ফিগার স্কেটিং খেলোয়াড় কামিলা ভালিয়েভার বিপক্ষে। প্রসঙ্গত, রাশিয়া ডোপ সংক্রান্ত নিয়ম ভাঙায় তাদের নিতে হচ্ছে শীতকালীন অলিম্পিকে।

 

বিবিধ
  • চলতি অর্থবর্ষে বৃদ্ধির হার ৭.৮ শতাংশ হবে বলে জানালো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর্থিক সমীক্ষায় অনুমান করা হয়েছে ৮-৮.৫ শতাংশ বৃদ্ধির।
  • দূরত্বের কারণে (১৮০ কিমি) কলকাতার বিকল্প বিমানবন্দর অণ্ডালে করা সম্ভব নয় বলে জানালেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।