কারেন্ট অ্যাফেয়ার্স ১১ ফেব্রুয়ারি ২০২২

513
0
daily current affairs
Courtesy: Flickr.com

আন্তর্জাতিক

  • ইউক্রেনে বসবাসকারী মার্কিন নাগরিকদের দেশে ফেরার আবেদন জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্রিঙ্কেনের দাবি, বেজিং অলিম্পিক শেষের আগেই ইউক্রেন আক্রমণ করবে রাশিয়া। ন্যাটো বাহিনীর পর্যবেক্ষণ, সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ লক্ষ ৩০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। কৃষ্ণসাগর, আজঙসাগরে ৬টি রুশ যুদ্ধ জাহাজ যুদ্ধের মহড়া দিচ্ছে বলে জানা গেছে।
  •  ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের (স্কটল্যান্ড ইয়ার্ড) প্রধান পদ থেকে ইস্তফা দিলেন ডেম ক্রেসিয়া ডিক। একাধিক বিতর্কের কারণে তাঁকে এই পথ নিতে হল। তাঁর উত্তরসূরি হিসেবে ভেসে উঠল বঙ্গসন্তান অনিলকান্তি নীল বসুর নাম।
  • ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুস্থিতি ও সমৃদ্ধির লক্ষ্যে মেলবোর্নে চতুর্দেশীয় অক্ষ স্কোয়াড-এর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে বসলেন ভারতের বিদেশমন্ত্রী যথাক্রমে ইয়োঝিমাসা হায়াশি ও ম্যারিস পেন এবং মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্রিঙ্কেল।

 

জাতীয়
  • ব্যবহারযোগ্য প্লাস্টিক পর্যায়ক্রমে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা।
  • ২০১৯ সালের ৪৪৭৩৫টি সাইবার অপরাধের তুলনায় ২০২০ সালে তা বৃদ্ধি পেয়ে ৫০০৩৫টি হয়েছে বলে জানাল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো।
  • বিচারপতি পদ থেকে পদত্যাগ করলেন বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি  পুষ্পা ভি গানেরিওয়ালা। একাধিক বিতর্কিত রায় দেওয়ার পর হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে তাঁর নাম সুপারিশ করেনি সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁকে জেলা আদালতে ফিরে যেতে হত।
খেলা
  • মার্কিন স্প্রিন্টার জ্যাস্টিন গ্যাটলিন (৪০) অবসর নিলেন। ডোপিংয়ের কারণ দুবার শাস্তি পেয়েছিলেন তিনি।
  • ২০০৪ এথেন্স অলিম্পিক ১০০ মিটারে সোনা, ২০০৫ হেলসি্ঙ্কিতে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা, ২০১৯ দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটর রিলেতে সোনা এবং ২০১৭ বিশ্ব অ্যাথলেটিক্স মিটে ১০০ মিটারে সোনা জিতেছিলেন তিনি।
  • আইএসএসের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৫০টি) হওয়ার নজির গড়লেন সুনীল ছেত্রী।
  • তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ওয়েস্টইন্ডিজকে ৯৬ রানে হারাল ভারত। সিরিজ জিতল ৩-০ ব্যবধানে.

 

বিবিধ
  • অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা (৭২) প্রয়াত হলেন। `শাখা প্রশাখা’, `বাঞ্ছারামের বাগান’, `অন্তর্ধান’, ` ফটিকচাঁদ’ সহ বহু ছবি ও নাটকে অভিনয় করেছিলেন তিনি।
  • পরিচালক প্রযোজক রবি ট্যান্ডন (৮৭) প্রয়াত হলেন। অভিনেত্রী রবিনা ট্যান্ডন তাঁর মেয়ে।