কারেন্ট অ্যাফেয়ার্স ১২ ফেব্রুয়ারি ২০২২

503
0
daily current affairs
Courtesy: India Tv

আন্তর্জাতিক
  • করোনা বিধির প্রতিবাদে কানাডায় ট্রাক চালকদের নেতৃত্বে বিক্ষোভ চলছেই।
  • এদিন অন্টারিয়োয় জরুরি অবস্থা জারি করা হল। এদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও বিক্ষোভ শুরু হয়েছে ভ্যাকসিন নীতির প্রতিবাদে। ক্যানবেরা ও ওয়েলিংটনের বিক্ষোভে অংশ নিলেন কয়েক হাজার মানুষ।
  • ইউক্রেনের রাজধানী কিয়েভের দূতাবাস থেকে অধিকাংশ কর্মী ও তাঁদের পরিবারকে দেশে ফিরিয়ে আনছে মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটোর কিছু দেশও রাশিয়ার আক্রমণের আশঙ্কায় তাদের নাগরিকদের ইউক্রেন থেকে দেশে ফিরতে বলেছে।

 

জাতীয়
  • দেশে সব থেকে বড় ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আনল সিবিআই। দেশের রাষ্ট্রয়ত্ত ও বেসরকারি মোট ২৮টি ব্যাঙ্ক থেকে ২২৮৪২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে মামলা করা হল এবিজি শিপইয়ার্ড সংস্থার বিরুদ্ধে এবং ওই সংস্থার তিন ডিরেক্টর ঋষি আগরওয়াল, সন্থানাম মুতুস্বামী ও অশ্বিনী কুমারের বিরুদ্ধে। এই জালিয়াতিতে স্টেটব্যাঙ্কের থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি জালিয়াতি করা হয়েছে।

 

খেলা
  • আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।
  • নিউজিল্যান্ডে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬২ রানে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

 

বিবিধ
  • শিল্পপতি রাহুল বাজাজ (৮৩) প্রয়াত হলেন। চেতক স্কুটারের স্রষ্টা তিনি। বাজাজ গোষ্ঠী তাঁর হাত ধরেই ৭.২ কোটি টাকা থেকে ১২ হাজার কোটি টাকার ব্যবসায় উন্নতি ঘটিয়েছে।
  • গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরকে `দ্য ভয়েস অব দ্য কাস্টমার’ পুরস্কার দিল এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল।