কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ ফেব্রুয়ারি ২০২২

schedule
2022-02-16 | 14:30h
update
2022-02-16 | 06:53h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

আন্তর্জাতিক
  • গবেষণগারে বিভিন্ন পরীক্ষানিরীক্ষার জন্য প্রাণীহত্যা করা হয়। এই প্রথা চলবে, না বন্ধ হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে গণভোট ডাকল সুইজারল্য্যান্ড।যাঁরা প্রথাটির অবলুপ্তি চান তাঁদের দাবি, ২০২০ সালে শুধু পরীক্ষার জন্যই সে দেশে ৫ লক্ষাধিক প্রাণী হত্যা করা হয়েছে গবেষণাগারগুলিতে।
  •  পাকিস্তানের খানেলওয়াল জেলার জঙ্গলডেরা গ্রমে এক ব্যক্তিকে গাছে ঝুলিয়ে পাথর দিয়ে হত্যা করা হল।তিনি ধর্মগ্রন্থের কয়েকটি পাতা ছিঁডে পুডিয়ে দিয়েছেন বলে রটে যায়। তারপরই তাঁকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, নিজেকে বার বার নির্দোষ বলে দাবি করছিলেন তিনি, কিন্তু উন্মত্ত জনতা তা কানে তোলেনি। তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।
Advertisement

জাতীয়
  • ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে নজির গড়ল ওডিশার সুন্দরগড় জেলার মানুপদা গ্রাম। গ্রামবাসীদর উদ্যোগে নির্বাচনে প্রার্থী হয়ে আগ্রহীদের নির্বাচনী পরীক্ষা নিল।সেখনে উত্তীর্ণ হলে তবেই ভোটে প্রার্থী হওয়া যাবে। উপজাতি অধ্যুষিত গ্রাম মালুপদা।
  • মধ্যপ্রদেশের ইন্দোর সংশোধনাগার নিজস্ব এফএম রেডিয়ো চ্যানেল চালু করল। এর নাম `জয় বাণী এফ এম ১৮.৭৭।সংশোধনাগারে যারা বন্দি তাদের বাইরের দুনিয়ার কথা শোনাবে এই রেডিয়ো চ্যানেল।
  • দেশে করোনা ভাইরাসে দৈনিক সংক্রমিতের সংখ্যা কমে হল ৪৪৮৭৭৭। পশ্চিমবঙ্গে কোনো জেলাতেই সংক্রমিতের সংখ্যা তিন অঙ্কে ওঠেনি। সংক্রমণ নিম্নমুখী হওয়ায় মধ্যপ্রদেশ, বিহার যাবতীয় বিধি প্রত্যাহার করে নিচ্ছে।
খেলা
  • প্রয়াত হলেন দেশের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার পাপান্না। কর্নাটকের হয়ে সন্তোষ ট্রফিতে নজর কেডে ছিলেন তিনি। ১৯৬৭ সালে মহমেডান স্পোর্টিং ক্লাবের লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
  • ফিফা ক্লাব বিশ্বকাপ জিতল চেলসি।এই প্রথমবার ক্লাব বিশ্বকাপ জিতল তারা। আবুধাবিতে ফাইনাল ম্যাচ তারা ২-১ গোলে পরাস্ত করল ব্রাজলের পালমেইরাসকে।
বিবিধ
  • ঘুষ নেওয়ার অভিযোগে চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-এর প্রাক্তন ভাইস প্রেসিডন্ট হে শিংপিয়াংকে গ্রেপ্তার করা হয়েছে বলে চিনর বিচার বিভাগ সংক্রান্ত সর্বোচ্চ দপ্তর জানিয়েছে।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 18:16:47
Privacy-Data & cookie usage: