আন্তর্জাতিক
- ভার্জিনিয়া জিওফ্রের সঙ্গে ১ কোটি পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা) দিয়ে সমঝোতা করলেন ব্রিটেনের রাজকুমার অ্যান্ড্রু। মার্কিন আদালতে অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার মামলা করেছিলেন জিওফ্রে। প্রতিশ্রুত অর্থ হাতে পেলে মামলা প্রত্যাহার করতে সমর্থ হয়েছেন তাঁর আইনজীবী। ক্ষতিপূরণ দিলেও কোনো অনুতাপ প্রকাশ করেননি অ্যান্ড্রু।
- উত্তর কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দ্বিতীয় কিম জং (তথা বর্তমান শাসক কিম জং উনের বাবা) এর ৮০ তম জন্মদিনে `ডে অব দ্য সাইনিং স্টার’ উতসব পালিত হল।
জাতীয়
- কোচবিহারের বাণেশ্বরে সিদ্ধেশ্বরী গ্রামে মহাবীর চিলা রায়ের জন্মদিবস পালিত হল যথোচিত মর্যাদায়। কোচ রাজের সেনাপতি চিলা রায়ের বাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। এই নামে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে একটি বাহিনী গড়া হয়েছে।
- ছত্তিশগডে কাজ করতে গিয়ে মাওবাদীদের হাতে অপহৃত হয়েছিলেন বেসরকারি নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ার অশোক পাওয়ার। তাঁকে মুক্ত করতে আড়াই বছরের মেয়েকে কোলে নিয়ে জঙ্গলে প্রবেশ করলেন তাঁর স্ত্রী সোনালি।
খেলা
- ইডেন গার্ডেন্সে ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করল ভারত। একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ হলেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ২ উইকেট পেয়েছেন তিনি।
বিবিধ
- সংগীত শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী (৮৯) প্রয়াত হলেন। সংগীত শিল্পী অপরেশ লাহিড়ী ও মা বাঁশরি লাহিড়ীর পুত্র তিনি। আসল নাম অলোকেশ লাহিড়ী । তাঁকে বলা হত ডিস্কো কিং। `সুরক্ষা’ ছবিতে ` মৌসম হ্যায় প্যার কা’, গানটি তার সুরে ভারতে প্রথম ডিস্কো গান। অসংখ্য বাংলা ও হিন্দি ছবির গানে সুর দিয়েছেন তিনি। তার মধ্যে `নমক হালাল’, `হিম্মতওয়ালা’, `গুরুদক্ষিণা’, `শরাবি’ প্রভৃতি অন্যতম। শেষ `বাগি ৩’ ছবির পরিচালনা করেছিলেন তিনি। ১৯৮৬ সলে ৩৩টি ছবিতে ১৮০টি গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল তাঁর।