আন্তর্জাতিক
- ইউক্রেন সীমান্তে রাশিয়া তলে তলে প্রচুর সেনা মোতায়েন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার মোট যে বাহিনি তার অর্ধেকই এখন ইউক্রেন সীমান্তে নিযুক্ত। পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডাকল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।
- ব্রাজিলের পেট্রোপলিস শহরে কাদার স্রোতে প্রাণ হারালেন ১০৪ জন।
- এম খায়রুজ্জামানকে হাতে পেল না বাংলাদেশ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সে দেশের ৪ জন শীর্ষ নেতাকে গুলি করে হত্যায় অন্যতম অভিযুক্ত তিনি। ১৯৯৬ সালে আওয়ামি লিগ সরকার তাঁকে বন্দি করে। ২০০১ সালে খালেদা জিয়া সরকার তাঁকে মুক্তি দেয়। মালয়েশিয়ায় হাই কমিশনার নিযুক্ত হয়েছিলেন তিনি। বর্তমানে প্রত্যর্পণ মামলায় তিনি মালয়েশিয়া থেকে জামিন পান। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাডি দিয়েছেন।
জাতীয়
- একদিনে ৩০,৭৫৭ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। টানা ১১ দিন ধরে দেশে সংক্রমণ ১ লক্ষের নীচে রয়েছে। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৩.৩২,৯১৮ জন।
- বেসরকারি সংস্থার চাকরিতে স্থানীয়দের ৭৫ শতাংশ সংরক্ষণের জন্য হরিয়ানা সরকার যে নির্দেশ জারি করেছিল তার ওপর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থাগিতাদেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
খেলা
- শিল্পী ফুটবলার সুরজিত সেনগুপ্ত (৭১) প্রয়াত হলেন। কলকাতা ময়দানে তিন বড় দলেই তিনি খেলেছিলেন। জাতীয় দলের হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯৭৪ ও ১৯৭৮ সালে দুটি এশিয়ান গেমসে জাতীয় দলে এবং ১৯৭৭ সালে সোলে প্রেসিডেন্টস কাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের হয়ে যথাক্রমে ৯২,৫৪ ও ১টি গোল করেছিলেন। ২০১৮ সালে পান ইস্টবেঙ্গল ক্লাবের তরফে জীবনকৃতি সম্মান। রাজ্য সরকার প্রদত্ত পুরস্কারও পেয়েছিলেন তিনি।
বিবিধ
- অরুণাচল প্রদেশের কামলাং টাইগার রিজার্ভে গ্রেট হোয়াইট বেলিড হেরনের খোঁজ মিলল। বিলুপ্তপ্রায় অতি বিপন্ন এই প্রজাতির পাখির সংখ্যা গোটা পৃথিবীতে আড়াইশোর বেশি নয়।