আন্তর্জাতিক
- রুশ-ইউক্রেন সীমান্তে অন্তত ১ লক্ষ ৯০ হাজার সেনা রাশিয়া জমায়েত করেছে বলে দাবি করল ইউক্রেন। এদিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দাব, তাদের দিকে দফায় দফায় বোমাবর্ষণ করছে ইউক্রেন। এরইমধ্যে রাশিয়া জানাল, ইউক্রেন সীমান্তে সেনাবাহিনীর মহড়ায় পরমাণু যুদ্ধের মহড়াও সেরে ফেলবে তারা। এই রকম পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দর ফেরাতে তিনদিন বিশেষ উড়ান চালানোর কথা ঘোষণা করল ভারত।
- `একগুঁয়ে ও অভদ্র স্ত্রীকে শাসন করতে স্বামী অল্পসল্প মারতেই পারেন’। এই মন্তব্য করলেন মালয়েশিয়ার নারী ও শিশু দপ্তরের উপমন্ত্রী সিতি কাইলা মহম্মদ ইউসুফ। তাঁর পরামর্শ, `খাওয়া দাওয়ার পর স্বামী যখন ঠাণ্ডা মাথায় থাকবেন তখন তাঁর সঙ্গে কথা বলুন। তবে তার আগে স্বামীর অনুমতি নিয়ে নিতে হবে।’
জাতীয়
- আমেদাবাদে ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিল আদালত। বিচারক এ আর প্যাটেল আরও ১১ জনকে আমৃত্যু কারাদণ্ড দিলেন। ২০০৮ সালের ২৬ জুলাই আমেদাবাদে ২১টি বিস্ফোরণে নিহত হন ৫৬ জন। নিষিদ্ধ সংগঠন সিমি–এর একটি শাখা এই বিস্ফোরণ ঘটিয়েছিল। ভারতে এই প্রথম কোনো মামলায় একসঙ্গে এতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হল। ১৯৯৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তামিলনাড়ুর টাডা আদালত।
- ভারত-সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে সুসংহত আর্থিক সহযোগিতা চুক্তি (সিইপিএ) স্বাক্ষরিত হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমিরশাহির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আন নাহার ভিডিও সম্মেলনের পর এই চুক্তি সই হল।
খেলা
- ইডেনে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ৮ রানে জয়ী হল ভারত। `ম্যান অব দ্য ম্যাচ’ হলেন ঋষভ পন্থ।
- প্রথম শ্রেণির ম্যাচে অভিষেকের দিনেই ৩৪১ রান করলেন বিহারের সাকিবুল গনি। বাবুল কুমারের (অপরাজিত ২২৯) সঙ্গে তাঁর জুটিতে উঠল ৫৩৯ রান। মিজোরামের বিরুদ্ধে এই নজির গড়লেন গনি। অভিষেকে ত্রিশতরান বিশ্বরেকর্ড।
বিবিধ
- দেশে ১০ লক্ষ ডলার বা ৭.৫ কো্টি টাকার মালিকের সংখ্যা ২০২০ সালর তুলনায় ২০২১ সালে ১১ শতাশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.৫৮ লক্ষ। হুরুন ইন্ডিয়ার সমীক্ষায় এই তথ্য জানা গেল।