কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ এপ্রিল ২০২১

795
0
daily current affairs
Courtesy: Scroll.in

আন্তর্জাতিক
  • ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে সাইবার হামলার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন৷ ওয়াশিংটন ১০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করল৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানাল ন্যাটো৷
  • করোনা ভাইরাস সংক্রমণে ইউরোপে মোট প্রাণহানি ১০ লক্ষ অতিক্রম করল৷ প্রতি ঘণ্টায় ৯৫০০ জন সংক্রমিত হচ্ছে সেখানে৷ বিশ্বে করোনায় মোট প্রাণহানির এক তৃতীয়াংশই ইউরোপে৷ ফ্রান্স, ইতালি ও ব্রিটেনে প্রতি ১০ লক্ষ লাগরিকে করোনায় প্রাণহানি হয়েছে যথাক্রমে ১৫২৬, ১৯১৩ ও ১৮৬৫ জনের৷
  • মায়ানমারের মান্দালয়ে সেনা প্রশাসনের বিরুদ্ধে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল এক জনের৷ আড়াইমাসে মায়ানমারে সাত শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে৷

 

জাতীয়
  • দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি উদ্বেগজনক হয়ে এদিন ২ লক্ষ অতিক্রম করে গেল৷ গত ২৪ ঘণ্টায় দেশে ২০০৭৩৯ জন সংক্রমিত হয়েছেন করোনায়৷ মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৪০ লক্ষ ৭৪ হাজার ৫৬৪ জন৷ সক্রিয় রোগী ১৪৭১৮৭৭ জন৷ গত ২৪ ঘণ্টায় ৯টি রাজ্যে করোনা সংক্রমণ নতুন নজির তৈরি করল- উত্তরপ্রদেশ, দিল্লি, কর্নাটক, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পশ্চিমবঙ্গ ও বিহার৷ মোট সংক্রমিতের ৬৭.৬১ শতাংশই মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, কর্নাটক ও কেরলে রয়েছেন৷ পরিস্থিতি সামলাতে দিল্লি সপ্তাহান্তিক কারফিউ ও রাজস্থান নৈশ কারফিউ চালু করল৷ করোনাকে জাতীয় বিপর্যয় ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব থ্যাকারে৷ দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা স্থগিত করে দিল উত্তরপ্রদেশ৷ বিভিন্ন সংগ্রহশালা, সৌধ ১৫ মে পর্যনন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানালো এএসআই (ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ)৷ কুম্ভ মেলায় ১৭০০ জন সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে৷ এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারত সফররত ফ্রান্সের বিদেশমন্ত্রী জন ইভ দ্য দ্রিয়াঁর সঙ্গে বৈঠক বাতিল করে দিলেন প্রধানমন্ত্রী৷

 

বিবিধ
  • ডেনমার্কের চিত্রগ্রাহক ম্যাডস নিসেলের তোলা “দ্য ফার্স্ট এমব্রেস” ছবিটিকে ২০২১ সালের শ্রেষ্ঠ ছবির সম্মান দিল ওয়ার্ল্ড প্রেস ফোটো৷ করোনা পর্বে নিঃসঙ্গ ব্রাজিলীয় বৃদ্ধা রোজা লুজিয়াকে সুরক্ষা বস্ত্র পরে একজন নার্সের আলিঙ্গন করার ছবি এটি৷
  • গত মার্চে পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি তার আগের বছরের ওই সময়ের তুলনায় ৭.৩৯ শতাংশ বেড়েছে৷ বৃদ্ধির হার গত ৮ বছরে সর্বোচ্চ৷
  • ভারতসহ ১৩টি দেশে সাধারণ গ্রাহকদের (কনজিউমার ব্যাঙ্কিং) পরিষেবা বন্ধ করছে সিটি ব্যাঙ্ক৷ তবে কর্পোরেট ব্যাঙ্কিং, কমার্শিয়াল ব্যাঙ্কিং প্রভৃতি শাখা চালু থাকবে বলে জানানো হল৷
  • গত মার্চে দেশে রপ্তানি বেড়েছে ৬০.২৯ শতাংশ৷ তবে গত অর্থবর্ষে সার্বিক রপ্তানি ৭.২৬ শতাংশ হ্রাস পেয়েছে৷

 

খেলা
  • এশিয়ার শ্রেষ্ঠ ফুটবল লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এফসি গোয়া ড্র করল আল রায়ান এফসি-র সঙ্গে৷ প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলল গোয়া৷ ১২ বার এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে রায়ান৷
  • চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি৷ দুই পর্বের কোয়ার্টার ফাইনালে রিয়াল ৩-১ ব্যবধানে লিভারপুলকে এবং সিটি ৪-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে পরাস্ত করল৷
  • এশিয়া কুস্তি, চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের সিরিতা মোর৷