কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ ফেব্রুয়ারি ২০২২

353
0
daily current affairs
Courtesy: Quartz

আন্তর্জাতিক
  • পশ্চিম ইউরোপে আছডে পড়ল ঘূর্ণিঝড় `ইউনিস’। এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিমি যা ব্রিটেনে সর্বোচ্চ গতির ঝড়। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিষ্প্রদীপ ১ লক্ষ ৪০ হাজার বাড়ি।
  • কৃষ্ণাঙ্গ যুবক ডন্টে রাইট হত্যাকাণ্ডে মার্কিন পুলিশ অফিসার কিম্বারলি পটারকে একটি চ্রাফিক সিগন্যালে রাইটকে গুলি করে হত্যা করেছিলেন মহিলা শ্বেতাঙ্গ পুলিশ অফিসার পটার।
জাতীয়
  • ১০ বছর পর তামিলনাড়ুর পুরসভাগুরি জন্য ভোট নেওয়া হল। চেন্নাইসহ ১৩৮টি পুরসভা ও ৪৯০টি নগর পঞ্চায়েতে ভোট নেওয়া হয়েছে।
  • মধ্যপ্রদেশ ব্যাপম দুর্নীতি মামলায় ১৬০ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। এর আগে ৬৫০ জনের বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করেছিল।
 খেলা
  • আইএসএলে এফসি গোয়াকে ৩-২ গোলে হারিয়ে লিগ টেবলের শীর্ষস্থানে উঠে এল হায়দরাবাদ এফসি। অন্য ম্যাচে কেরল ব্লাস্টার্স-মোহনবাগান ম্যাচ ড্র হল (২-২)। ইপিএলে লিভারপুল ৩-১ গোলে হারাল নরউইচ সিটিকে। ক্লাবের জার্সিতে ১৫০ তম গোল করলেন লিভারপুলের মহম্মদ সালাহ।
বিবিধ
  • কন্নড় অভিনেতা রাজেশ(৮৯) প্রয়াত হলেন। অসংখ্য নাটক ও দেড় শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মঞ্চে `বিদ্যাসাগর’ নামে ও চলচ্চিত্রে `কালা তপস্বী’ নামে পরিচিত ছিলেন।