আন্তর্জাতিক
- ব্রাজিলের পেট্রোপলিসে বৃষ্টি এবং কাদার স্রোতে ১৪৬ জনের প্রাণহানি হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ২১৮ জন। গত ৩ মাস ধরে অতিরিক্ত বৃষ্টির জেরে ব্রাজিলে ১০৮ জনের প্রাণহানি হয়েছে।
- গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস বাঁধে বিদ্যুত উতপাদন শুরু হল। নীল উপনদীতে তৈরি এই জলবিদ্যুত প্রকল্পের উতপাদন ক্ষমতা ৫০০০ মেগাওয়াট। এটি আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুত প্রকল্প।
জাতীয়
- ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরার বার্তা দিল ভারত। এজন্য দ্বিতীয়বার অ্যাডভাইজারি দেওয়া হল। রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
- পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাধন পাণ্ডে (৭১) প্রয়াত হলেন। তিনি কিডনির অসুখে ভুগছিলেন। ১৯৮৫-২০২১ সাল পর্যন্ত তিনি একটানা ৯ বার বিধায়ক হয়েছেন।
- জার্মানির মিউনিখ শহরে সিকিউরিটি কনফারেন্স (এমএসসে) ২০২২-এ অংশ নিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
খেলা
- ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি ম্যাচে ভারত ১৭ রানে পরাস্ত করল ওয়েস্ট ইন্ডিজকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন সূর্যকুমার যাদব।
- এ মরসুমে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বরোদাক ৪ উইকেটে হারিয়ে দিল বাংলা। প্রথম ইনিংসে ৮৮ রানের পর বাংলা দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান তাড়া করে জিতল। বাংলার নেতৃত্ব দিলেন অভিমন্যু ঈশ্বরন।
- রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে অভিষেকে দুই ইনিংসেই শতরান করলেন যশ ধূল।
বিবিধ
- এয়ার ইন্ডিয়ার এমডি সিইও পদে তুরস্ক এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারম্যান ইনকার আইচি-কে নিযুক্ত করল টাটা সন্স। তিনি তুরস্কের নাগরিক।