কারেন্ট অ্যাফেয়ার্স ২২ ফেব্রুয়ারি ২০২২

527
0
daily current affairs

আন্তর্জাতিক

  • পূর্ব ইউরোপের ডোনেতস্ক ও লুহান্সকে স্বাধীন বলে ঘোষণা করল রাশিয়া। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী অধ্যুষিত এই অঞ্চলের মধ্যে সেই এলাকাও রয়েছে যেখানে ইউক্রেনের সেনা অধিকৃত এলাকা রয়েছে। এরই মধ্যে রাশিয়ার সংসদের উচ্চকক্ষ রাশিয়ার বাইরে সেনা অভিযানের অনুমতি দিল সেখানকার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে।
  • ইউক্রেন–রুশ সীমান্তের উত্তেজনা নিয়ে রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হল। সেখানে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, কূটনৈতিক পথেই এই সমস্যার সমাধান করা উচিত। অন্যদিকে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন।
  • দক্ষিণ মেরুতে গবেষণার জন্য বিপুল অর্থ (ভারতীয় মুদ্রায় ৪৩০০ কোটি টাকারও বেশি) বরাদ্দ করল অস্ট্রেলিয়া।
জাতীয়
  • দেশে ৪৯ দিন পর করোনা ভাইরাস রাগীর সংখ্যা নেমে এল ২ লক্ষের নীচে। এদিন দেশে ১৩৪০৫ জন ও পশ্চিমবঙ্গে ২৩৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
  • পাঞ্জাব পলিটিক্স টিভির ওয়েবসাইট, অ্যাপ ও সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্রীয় সরকার। বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি মনোভাবাপন্ন প্রচার রুখতে এই সিদ্ধান্ত বলে জানা গেছে।
খেলা
  • নিউজিল্যান্ডের কাছে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬৩ রানে পরাজিত হল ভারতের মহিলা ক্রিকট দল। ৫ ম্যাচের সিরিজে ভারত ০-৪ ব্যবধানে পিছিয়ে রয়েছে।
  • আইএসএলে মুম্বই সিটির কাছে ০-১ গোলে হেরে লিগ টেবলের সর্বনিম্ন স্থানে নেমে গেল ইস্টবেঙ্গল।
 বিবিধ
  •  মধ্যপ্রদেশের পান্নায় কৃষ্ণকল্যাণপুরে একটি অগভীর খনি থেকে ২৬.১১ ক্যারাটের হিরে পাওয়া গেল।
  • প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের পূর্ণ সদস্য হলেন অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল।