কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ ফেব্রুয়ারি ২০২২

664
0
daily current affairs
Courtesy: The Guardian

আন্তর্জাতিক
  • শেষপর্যন্ত ইউক্রেন আক্রমনই করল রাশিয়া। রুশ রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিন দাবি করলেন, কিয়েভের শাসনে অত্যাচরিত পূর্ব ইউক্রেনের মানুষকে রক্ষার জন্যই এই বিশেষ সেনা অভিযান। এদিন ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ-তিন দিক থেকেই সীমান্ত পেরিয়েছে রুশ সেনা। উত্তরে বেলারুশ সেনা তাদের সঙ্গে সামিল হয়েছে। ইউক্রেনের লুত্‌স্ক, খেরসন, চেরনিহিভ থেকে রাজধানী কিয়েভ পর্যন্ত স্থানে সমানেই বোমা ও ক্ষেপনাস্ত্র বর্ষন করেছে রুশ সেনা। ভোর থেকে দিনভর ইউক্রেনের ২৩টি প্রদেশে, ৮৩টি সামরিক ঘাঁটিতে ২০৩ বার হামলা চালানো হয়। ইউক্রেনের `সিলিকন ভ্যালি’ খারকিভে অবতরণ করেছে রুশ প্যারাট্রুপাররা। উত্তর কিয়েভের চেরনোবিল পরমাণু কেন্দ্র ও রাশিয়ার দখলে চলে গিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্রাদিমির জেলেনকিন্স মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের কাছে সামরিক সহায়তা চাইলেন। এদিকে এরই মধ্যে রাশিয়া সফরে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বিমান থেকে নেমে রুশ আধিকারিকদের তাঁকে বলতে শোনা গেল, `কী দারুন সময়ে রাশিয়া এলাম। রোমাঞ্চকর বিষয় এটি।‘ অন্যদিকে ইউক্রেনে মার্শাল ল জারি করা হল।

 

জাতীয়
  • রাশিয়ার ইউক্রেন হামলার সূত্রে ভারতের মহযোগিতা প্রার্থনা করলেন ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা। রাষ্ট্রসঙ্ঘে ভারতের দূত টিএস তিরুমূর্তি বলেছেন, `এই যুদ্ধ বড় বিপর্যয় ডেকে আনতে পারে।‘
  • দেশে ১৫-১৮ বছর বয়সীদের কোভিড টিকাকরণের ৫০ দিন পূর্ণ হল। এ পর্যন্ত ২৪৭৪৮৭৪৪ জন দুটি ডোজ এবং ৫৪২৬৩৪৯০ জন কিশোর কিশোরী কেবল প্রথম ডোজটি পেয়েছেন বলে জানালেন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া।

 

খেলা
  • ইডেন গার্ডেনসে টি ২০ ম্যাচে ভারত ৬২ রানে পরাজিত করল শ্রীলঙ্কাকে। ম্যান অব দ্য ম্যাচ হলেন ঈশান কিশান। এদিন ৪৪ রান করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টি ২০ তে বিশ্বে সর্বোচ্চ রান সংগ্রহকারী (৩৩০৭) এখন তিনিই।
  • মেয়েদের একদিনের ক্রিকেট ভারত ৬ উইকেটে নিউজিল্যান্ডকে পরাস্ত করল। ভারত সিরিজে অবশ্য হারল ১-৪ ফলে।

 

বিবিধ
  • রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে ভারতের শেয়ার বাজারে ধস নামল। একদিনে সেনসেক্স ২৭০২ অঙ্ক ও নিফটি ৮১৫ অঙ্ক হ্রাস পেল। টাকার অঙ্কে ক্ষতি হল ১৩.৪৪ লক্ষ কোটি টাকার। সেনসেক্স পড়েছে ৪.৭২ শতাংশ। ইউরোপের বাজারে পতনের হার ৫.৫ শতাংশ।