আন্তর্জাতিক
- ইউক্রেনের রাজধানী কিয়েভের দ্বারপ্রান্তে পৌঁছে গেল রাশিয়ার সেনা। কিয়েভে ১৬০টিরও বেশি ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়েছে। কিয়েভ সংলগ্ন হসতোমেল এলাকার একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের দখলও নিল রুশ সেনা। ইউক্রেনের ১৩৭ জন প্রথম দিনের রুশ অগ্রাসনে নিতে হয়েছেন বলে জানা গেল। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্রাদিমির জেনেনক্সি জানিয়েছেন তিনি কিয়েভ ছাড়বেন না। এখনও বিশ্বের বাকি দেশগুলি থেকে সামরিক সাহায্য না মেসায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এই পরিস্থিতিতে ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করল ইউক্রেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্রাদিমির পুতিন জানালেন, ইউক্রেন অস্ত্র নামিয়ে রাখলেই তাঁরা আলোচনায় বসবেন। প্রতিবেশী বেলারুশের রাজধানী মিনেস্কোয় বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভে হাজার হাজার মানুষ সামিল হলেন মস্কো, সেন্ট পিটার্সবার্গে। রাশিয়ার ৫৪ শহরে ১৭৪৫ জনকে বিক্ষোভ দেখানোর কারণে আটক করা হয়েছে।
জাতীয়
- মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে দাউদ ইব্রাহিমের সঙ্গে আর্থিক যোগাযোগের যে অভিযোগ ইডি এনেছে তার বিশ্বাসযোগ্যতা রয়েছে বলে মামলার পর্যবেক্ষণে জানালো মুম্বইয়ের বিশেষ আদালত।
- ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পরিচালন ব্যবস্থায় অনিয়মের অভিযোগে সংস্থার প্রাক্তন গ্রুপ অপারেটিং অফিসার আনন্দ সুব্রহ্মণমকে গ্রেপ্তার করল সিবিআই। সংস্থার প্রাক্তন এমডি সিইও চিত্রা রামকৃষ্ণ যাঁকে হিমালয়ের যোগী বলে উল্লেখ করেছিলেন, ইনিই সেই ব্যক্তি হতে পারেন বলে মনে করা হচ্ছে।
খেলা
- চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে সরিয়ে দিল উয়েফা।
- রঞ্জি ট্রফির ম্যাচে ছত্রিশগড়ের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে শতরান করলেন দুই যমজ ভাই বাবা অপরাজিত (১৬৬) ও বাবা ইন্দ্রজিৎ (১২৭)। ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম যমজ ভাইরা শতরান করলেন একই ম্যাচে।
বিবিধ
- ৬ মে বিয়ে হওয়ার কথা ছিল ইউক্রেনের এই জুটির। কিন্তু রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে এখনই তা সেরে ফেললেন কিয়েভের নগর পরিষদের ডেপুটি ইয়ারনা আরিয়েভা। বিয়ে করলেন সিভিয়াস্তোস্লাভ ফুরসিনকে। মোমবাতি হাতে তাঁদের বিবাহের ছবি ছড়িয়ে পরল নেট দুনিয়ায়।