কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ ফেব্রুয়ারি ২০২২

766
0
daily current affairs
Courtesy: NPR

আন্তর্জাতিক
  • বেলারুশে গিয়ে আলোচনায় বসার প্রস্তাব ফিরিয়ে দিল ইউক্রেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেনেস্কিকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তিনি সামনে থেকে প্রতিরোধে অংশ নেবেন। ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৩ শিশুসহ ১৯৮ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। কিয়েভের সাধারণ মানুষও অস্ত্র নিয়ে লড়ই করছেন। এদিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া বিরোধী প্রস্তাব নেওয়ার খসড়ায় সম্মতি জানাল ১১টি দেশ। ভারত, চিন, সংযুক্ত আরব আমিরশাহি ভোটদানে বিরত থাকল। রাশিয়া ভেটো প্রয়োগ করে এই প্রস্তাব পাশ করতে দেয়নি।

 

জাতীয়
  • `অপারেশন গঙ্গা’ অভিযানে ইউক্রেন থেকে ২১৯ জন যাত্রী নিয়ে ভারতের একটি উড়ান এসে নামল মুম্বইয়ে।
  • `আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’ প্রকল্প অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পে ৫ বছরে ১৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
  • মার্কিন নিষেধাজ্ঞার ফলে শেষ পর্যন্ত আন্তর্জাতিক মহকাশ গবেষণা কেন্দ্র ভেঙে ভারতের মাটিতে পড়তে  পারে সতর্ক করল রাশিয়া।

 

খেলা
  • ধর্মশালায় ভারত টি ২০ ম্যাচে ৫ উইকেটে পরাস্ত করল শ্রীলঙ্কাকে। একই সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজও জিতে নিল ভারত।
  • এটিপি রাঙ্কিংয়ে শীর্ষস্থানে যাওয়া নিশ্চিত করেছেন ড্যানিল মেদদেভেব। কিন্তু তারপরই মেক্সিকান ওপেনের ম্যাচে তাঁকে হারিয়ে দিলেন রাফায়েল নাদাল।

 

বিবিধ
  • বিশ্ব ব্যাঙ্কের ভাইস অপারেশনস নিযুক্ত হলেন জুনেইদ কামাল আহমেদ। ফয়জল চৌধুরীর পর দ্বিতীয় কোনো বাংলাদেশের নাগরিক ওই পদে বসলেন।