আন্তর্জাতিক
- একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল সৌদি আরবে। এর আগে ১৯৮০ সালে একদিনে ৬৩ জন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অন্যদিকে ১০ বছরের কারাদণ্ড সম্পূর্ণ করে এদিনই সৌদির জেল থেকে মুক্ত হলেন সৌদি ব্লগার, লেখক ও মানবাধিকার কর্মী রহিম বিন মুহম্মদ বদাওয়ি। ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে কারাদণ্ড হয়েছিল তাঁর। পরবর্তী কালে প্রতি সপ্তাহে ৫০ ঘণ্টা করে ২০ সপ্তাহে ১০০০ ঘা চাবুক মারার শাস্তি যোগ করা হয়েছে। তাঁর স্ত্রী কানাডা থেকে তাঁর মুক্তির চেষ্টা চালিয়ে গিয়েছেন।
- ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা আরও তীব্র করল রাশিয়া। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি সমঝোতায় প্রস্তুত। জেরুজালেমে শান্তি বৈঠক আয়োজনের আবেদন জানালেন জেলোনস্কি। মেলিটোপোল শহরের মেয়রকেও অপহরণ করেছে রুশ সেনা।
জাতীয়
- দিল্লির গোকুলপুরীতে ৬০টি ঝোপড়ি পুড়ে গেল। প্রাণ হারালেন ৭ জন।
- মুখ্যমন্ত্রী পদে বসার আগেই পাঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ১২২ জন ভিআইপি-র ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন। বিদায়ী মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী অমরিন্দর সিংয়ের জন্য ২১ জন নিরাপত্তারক্ষী ছিলেন। প্রাক্তন অর্থমন্ত্রী মনপ্রীত বাদলের নিরাপত্তা রক্ষী ছিলেন ১৯ জন।
- ভারত-চিন ১৫ তম বৈঠকেও লাদাখ সমস্যার জট কাটল না।
খেলা
- বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দিন রাতের টেস্টে ভারত প্রথম ইনিংসে করল ২৫২ রানের জবাবে ৬ উইকেট হরিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৬ রান।
- মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ভারত ১৫৫ রানে পরাস্ত করল শ্রীলঙ্কাকে। হমিলটনে ক্যারিবিয়ান ব্যাটার আনিসা মহম্মদের উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি।
- তিনি ভাঙলেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের(৩৯)রেকর্ড। ভারতের অধিনায়ক মিতালি রাজও বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড করলেন (২৪ ম্যাচ)। ভাঙলেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্কের রেকর্ড (২৩ ম্যাচ)। এদিন ম্যাচের সেরা হলেন স্মৃতি মান্দানা।
বিবিধ
- ২০২১-২২ অর্থবর্ষে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) সুদের হার করা হল ৮.১ শতাংশ। গত ২ অর্থবর্ষে তা ছিল ৮.৪ শতাংশ। সুদের এই হার গত ৪৪ বছরের মধ্যে সবথেকে কম। গুয়াহাটিতে ইপিএফ-এর অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল।