কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ ২০২২

374
0
daily current affairs
Courtesy: NewsClick

আন্তর্জাতিক
  • ১৮ দিন ধরে ইউক্রেনে ধারাবাহিক আক্রমণ চালিয়ে চলেছে রাশিয়া। এদিনই প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়া হল পোল্যান্ড সীমান্তের কাছে প্রাচীন ভাস্কর্য সমৃদ্ধ শহর লিভিভে। স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে প্রাচীন ইভানো ফ্রাঙ্কিভস্কের বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভে বোমার আঘাতে প্রাণ হারালেন মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড।
  • ইরাকের ইলবিল শহরে মার্কিন কনসুলেটের কাছে ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হল। ইরাক ও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ওই হামলা চালিয়েছে ইরান। তবে ইরান এই দাবি অগ্রাহ্য করেছে।

 

জাতীয়
  • ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস আগেই কিয়েভ থেকে লালিভে সরানো হয়েছিল। এবার তা ইউক্রেন থেকে পোল্যান্ডে সাময়িক ভাবে সরিয়ে নেওয়া হল।
  • ২০২১ সালের ৭ মার্চ দেশে টেলিমেডিশিন ব্যবস্থায় টেলিফোনের মাধ্যমে রোগীদের পরামর্শ দেওয়া শুরু হয়। দেশে এই ব্যবস্থায় সফল প্রথম তিনটি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও কর্নাটক। এই প্রজন্মের নাম ই-সঞ্জীবনী আউটডোর বা স্বাস্থ্য ইঙ্গিত।

 

খেলা
  • বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হল ১০৯ দিনে। ১০ ওভার বল করে ২৪ রানে (৪টি মেডেন) ৫ উইকেট নিলেন যশপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটাই কোনো ভারতীয় ক্রিকেটারের শ্রেষ্ঠ বোলিং। এই প্রথম দেশের মাটিতে এক ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। ২৯ তম টেস্টে মোট ৮ বার। এত কম টেস্টে ৮ বার ৫ উইকেটের নজির ভারতীয়দের মধ্যে কেবল কপিল দেবের ছিল। ২৮ বলে অর্ধশতরান করে ১৯৮২ সালে করাচিতে ৩০ বলে কপিল দেবের অর্ধশতরানের রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। ভারত এদিন দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ৩০৩ রানে ডিক্লেয়ার করে।
  • টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটি তাঁর কেরিয়ারে ৫৯তম হ্যাটট্রিক। ক্লাব ও দেশ মিলিয়ে তিনিই এখন সর্বোচ্চ গোলের মালিক (৮৯৭)। এদিন দ্বিতীয় বর্ষীয়ান ফুটবলার হিসেবে তিনি ইপিএলে (৩৭ বছর ৩৫ দিন) হ্যাটট্রিক করলেন।

 

বিবিধ
  • দেশের প্রাচীনতম সামরিক স্কুল দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ শতবর্ষ পূর্ণ করল। ১৯২২ সালের ১৩ মার্চ ব্রিটেনের রাজা (তখনকার প্রিন্স অব ওয়েলস) অষ্টম এডওয়ার্ড স্কুলটির উদ্বোধন করেছিলেন।