কারেন্ট অ্যাফেয়ার্স ১৩ মার্চ ২০২২

schedule
2022-03-22 | 07:14h
update
2022-03-22 | 07:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: NewsClick

আন্তর্জাতিক
  • ১৮ দিন ধরে ইউক্রেনে ধারাবাহিক আক্রমণ চালিয়ে চলেছে রাশিয়া। এদিনই প্রথম ক্ষেপণাস্ত্র ছোড়া হল পোল্যান্ড সীমান্তের কাছে প্রাচীন ভাস্কর্য সমৃদ্ধ শহর লিভিভে। স্লোভাকিয়া-হাঙ্গেরি সীমান্তের কাছে প্রাচীন ইভানো ফ্রাঙ্কিভস্কের বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভে বোমার আঘাতে প্রাণ হারালেন মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড।
  • ইরাকের ইলবিল শহরে মার্কিন কনসুলেটের কাছে ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হল। ইরাক ও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ওই হামলা চালিয়েছে ইরান। তবে ইরান এই দাবি অগ্রাহ্য করেছে।
Advertisement

 

জাতীয়
  • ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস আগেই কিয়েভ থেকে লালিভে সরানো হয়েছিল। এবার তা ইউক্রেন থেকে পোল্যান্ডে সাময়িক ভাবে সরিয়ে নেওয়া হল।
  • ২০২১ সালের ৭ মার্চ দেশে টেলিমেডিশিন ব্যবস্থায় টেলিফোনের মাধ্যমে রোগীদের পরামর্শ দেওয়া শুরু হয়। দেশে এই ব্যবস্থায় সফল প্রথম তিনটি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও কর্নাটক। এই প্রজন্মের নাম ই-সঞ্জীবনী আউটডোর বা স্বাস্থ্য ইঙ্গিত।

 

খেলা
  • বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হল ১০৯ দিনে। ১০ ওভার বল করে ২৪ রানে (৪টি মেডেন) ৫ উইকেট নিলেন যশপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটাই কোনো ভারতীয় ক্রিকেটারের শ্রেষ্ঠ বোলিং। এই প্রথম দেশের মাটিতে এক ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। ২৯ তম টেস্টে মোট ৮ বার। এত কম টেস্টে ৮ বার ৫ উইকেটের নজির ভারতীয়দের মধ্যে কেবল কপিল দেবের ছিল। ২৮ বলে অর্ধশতরান করে ১৯৮২ সালে করাচিতে ৩০ বলে কপিল দেবের অর্ধশতরানের রেকর্ড ভেঙে দিলেন ঋষভ পন্থ। ভারত এদিন দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ৩০৩ রানে ডিক্লেয়ার করে।
  • টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটি তাঁর কেরিয়ারে ৫৯তম হ্যাটট্রিক। ক্লাব ও দেশ মিলিয়ে তিনিই এখন সর্বোচ্চ গোলের মালিক (৮৯৭)। এদিন দ্বিতীয় বর্ষীয়ান ফুটবলার হিসেবে তিনি ইপিএলে (৩৭ বছর ৩৫ দিন) হ্যাটট্রিক করলেন।

 

বিবিধ
  • দেশের প্রাচীনতম সামরিক স্কুল দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ শতবর্ষ পূর্ণ করল। ১৯২২ সালের ১৩ মার্চ ব্রিটেনের রাজা (তখনকার প্রিন্স অব ওয়েলস) অষ্টম এডওয়ার্ড স্কুলটির উদ্বোধন করেছিলেন।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.04.2024 - 16:49:15
Privacy-Data & cookie usage: