কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ এপ্রিল ২০২১

707
0
daily current affairs
Courtesy: Yahoo News

আন্তর্জাতিক
  • ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ (৯৯)-এর শেষকৃত্য সম্পন্ন হল লন্ডনের উইনসর ক্যাসলে৷ ডিউক অব এডিনবরা তথা ব্রিটিশ নৌ বাহিনীর প্রাক্তন অফিসার প্রিন্স ফিলিপ নিজেই শেষকৃত্যের যাবতীয় পরিকল্পনা করে গিয়েছিলেন৷ এমনকী কোন গান বাজবে তাও৷ এদিন সে সবই মানা হয়েছে অক্ষরে অক্ষরে৷ এমনকী উইনসর ক্যাসল থেকে সেন্ট জর্জেস চ্যাপেলে সমাধিস্থ করার জন্য তাঁর দেহ বহন করে নিয়ে যাওয়া হয় যে ল্যান্ড রোভার গাড়িতে তার নকশাও তাঁরই করা৷ কোভিড রীতি মেনে মাত্র ৩০ জন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে৷
  • বাংলাদেশে চট্টগ্রামের বাঁশখালিতে একটি নির্মীয়মান তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে ৫ জন শ্রমিক নিহত হলেন৷ বেতন সংক্রান্ত দাবি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ চিনা সংস্থার অর্থসহায়তায় এস আলম শিল্পগোষ্ঠী ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করেছে৷

জাতীয়
  • দেশে করোনা সংক্রমণে এপর্যন্ত প্রাণহানি হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৬৪৯ জনের৷ গত ২৪ ঘণ্টায় ২,৩৪,৬৯২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন৷ তার মধ্যে মহহারাষ্ট্রের ৬৩,৭২৯ জন রয়েছেন৷ ট্রেন চলাচলের সময় কোনও যাত্রী মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা ধার্য করলেন রেল কর্তৃপক্ষ৷
  • দুমকা ট্রেজারি মামলায় জামিন পেলেন লালুপ্রসাদ যাদব৷ পশুখাদ্য কেলেঙ্কারির অন্য তিনটি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বর্তমানে এইমসে চিকিৎসাধীন৷
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়া পোলিস শহরে গত ১৫ এপ্রিল এক বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছিল ৮ জনের, তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়৷ তাঁরা শিখ সম্প্রদায়ের৷

 

বিবিধ
  • প্রয়াত হলেন করবী (৭১)৷ বাংলাদেশের মহানায়িকাকে বনানী কবরস্থানে সমাহিত করা হল৷ বাংলাদেশের উত্তম-সুচিত্রা বলা হত রজ্জাক-করবী জুটিকে৷ তাঁরা ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন. “ময়নামতী”, “ঢেউয়ের পর ঢেউ”, “অবাক পৃথিবী”, “দীপ নেভে নাই” তার মধ্যে অন্যতম৷ ঋত্বিক ঘটকের “তিতাস একটি নদীর নাম” ছবিতেও তিনি অভিনয় করেছিলেন৷ করোনায় সংক্রমিত হয়েছিলেন করবী৷ তিনি আওয়াসি লিগের প্রাক্তন সাংসদ৷

খেলা
  • তাসখন্দে এশীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ক্লিন অ্যান্ড মার্ক পর্বে ১১৯ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড করলেন ভারতের মারীবাই চানু৷ সবমিলিয়ে ২০৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতলেন তিনি৷
  • এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আলওয়াহাদার সঙ্গে ম্যাচ ড্র করল এফসি গোয়া৷ গোয়ার ফতোরদা স্টেডিয়ামে কাতারের এই দলের মুখোমুখি হয়েছিল গোয়া৷
  • এশীয় কুস্তি প্রতিযোগিতায় পুরুষদের ৫৭ কেজি বিভাগে সোনা জিতলেন ভারতের রবি দাহিয়া৷

১৬ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে ক্লিক করুন