কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ মার্চ ২০২২

388
0
daily current affairs
Courtesy: NetIndian

আন্তর্জাতিক
  • কিয়েভের হাসপাতাল, স্কুল, আবাসন, দোকান-বাজার লক্ষ্য করে রাশিয়া ক্ষেপণাস্ত্র চালাচ্ছে  বলে অভিযোগ করলেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো। কিয়েভে রাশিয়ার আক্রমণে নিহত হয়েছেন ফক্স নিউজের চিত্রসাংবাদিক দিয়ের জাকরজউইস্কি। এদিকে ইউক্রেনের পাশে দাঁড়াতে এই পরিস্থিতির মধ্যেই গিয়ে পৌঁছলেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও  স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী যথাক্রমে পেতর পিয়ালা, মাতেউশ মোরিয়াভস্কি ও ইয়ালেজ ইয়ানসা। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলোনস্কি এদিন জানিয়েছেন, তাঁর দেশ ন্যাটোয় যোগ দিতে আর আগ্রহী নয়। অন্যদিকে ‘ কাউন্সিল অব ইউরোপ’ থেকে বেরিয়ে গেল রাশিয়া। এদিনও ভিডিয়ো মাধ্যমে শান্তি বৈঠকে অংশ নিল ইউক্রেন ও রাশিয়া।
জাতীয়
  • কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ধাতুরাজ অবস্তীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার নিষেধাজ্ঞা বহাল রাখল। তারা বলেছেন, কোন মুসলিম মহিলা হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় আচরণ এর মধ্যে পড়ে না।’
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ‘ অপারেশন গঙ্গা ‘ অভিযানে ২১৫০০৬ জন ভারতীয়কে উদ্ধারের খুঁটিনাটি বিবরণ রাজ্যসভায় তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
খেলা
  • লিগ টেবিল পয়েন্ট তালিকা শীর্ষে ছিল জামশেদপুর এফসি। কিন্তু দুই পর্বের সেমি ফাইনালে ১-২ ব্যবধানে ছিটকে গেল তারা। আই এস এলের ফাইনালে পৌঁছে গেল কেরল ব্লাস্টার্স।
  • এশীয় যুব ও জুনিয়র বক্সিংয়ে ১৫টি সোনা, ১০টি রুপো, ১৪টি ব্রোঞ্জ মিলিয়ে , ৩৯টি পদক জিতল ভারত।
বিবিধ
  • আইফেল টাওয়ারের উচ্চতা বেড়ে গেল ৬ মিটার। আইফেল টাওয়ারের মাথায় নতুন ডিজিটাল রেডিও অ্যান্টেনা বসানো হলো হেলিকপ্টারের সাহায্যে। এখন প্যারিসের এই পুরাকীর্তির উচ্চতা বেড়ে হল ৩৩০ মিটার।