যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে একদিনের সফরে গেলেন পোল্যান্ড, স্লোভেনিয়া, ও প্রজাতন্ত্রের ৩ প্রধানমন্ত্রী। মারিয়ুপোলে একটি থিয়েটারে বোমা ফেলল রাশিয়া। সেখানে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন অন্তত হাজার বারোশো সাধারণ মানুষ। এদিন জার্মান সংসদের সামনে ভিডিও মাধ্যমমে বক্তব্য পেশ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
দক্ষিণ কোরিয়ায় একদিনে ৬,২১,৩২৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। বরাবর কোভিড প্রতিরোধে কড়া ব্যবস্থা নিয়ে এসেছিল দেশটি। রেকর্ড করেও একদিনে ৪২৯ জনের প্রাণহানি হল করোনায়।
সংক্রমণ বাড়ায় চিনে তিন কোটি মানুষকে ঘরবন্দি করেছে প্রশাসন।
জাতীয়
মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিল ভারত। এমনিতে দেশের মোট তেল আমদানির ২ শতাংশ আসে রাশিয়া থেকে।
কর্ণাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পর হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রেখে ছিল। এর প্রতিবাদে কর্ণাটক বন্ধ রেখেছিল কয়েকটি মুসলিম সংগঠন।
ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউক্রেনে যুদ্ধ থামাতে রাশিয়াকে যে নির্দেশ দিয়েছে তা সমর্থন করলেন কোর্টের ভারতীয় সদস্য বিচারপতি দলবীর ভান্ডারী।
খেলা
রঞ্জি ট্রফিতে ১০০৮ রানে নাগাল্যান্ডের থেকে এগিয়ে থেকে ম্যাচ শেষ করল ঝারখন্ড। প্রথম ইনিংসে ৮৯১ রানী এগিয়ে থাকার পরও তারা ফলো-অন করায়নি নাগাল্যান্ডকে।
বিবিধ
মেক ইন ইন্ডিয়া প্রকল্পে দেশেই শক্তিশালী ড্রেজার বানানোর লক্ষ্যে আইএইচসি হল্যান্ডের সঙ্গে চুক্তি করল ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
বিগল সিরিজ ১২ ক্রেং লিংক সাকশন হপার ড্রেজার বানানোর জন্য এই চুক্তি হল।