কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ মার্চ ২০২২

416
0
daily current affairs

আন্তর্জাতিক
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে একদিনের সফরে গেলেন পোল্যান্ড, স্লোভেনিয়া, ও প্রজাতন্ত্রের ৩  প্রধানমন্ত্রী। মারিয়ুপোলে একটি থিয়েটারে বোমা ফেলল রাশিয়া। সেখানে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন অন্তত হাজার বারোশো সাধারণ মানুষ। এদিন জার্মান সংসদের সামনে ভিডিও মাধ্যমমে বক্তব্য পেশ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
  • দক্ষিণ কোরিয়ায় একদিনে ৬,২১,৩২৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। বরাবর কোভিড প্রতিরোধে কড়া ব্যবস্থা নিয়ে এসেছিল দেশটি। রেকর্ড করেও একদিনে ৪২৯ জনের প্রাণহানি হল করোনায়।
  •  সংক্রমণ বাড়ায় চিনে তিন কোটি মানুষকে ঘরবন্দি করেছে প্রশাসন।
জাতীয়
  • মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিল ভারত। এমনিতে দেশের মোট তেল আমদানির ২ শতাংশ আসে রাশিয়া থেকে।
  • কর্ণাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পর হাইকোর্ট সেই সিদ্ধান্ত বহাল রেখে ছিল। এর প্রতিবাদে কর্ণাটক বন্ধ রেখেছিল কয়েকটি মুসলিম সংগঠন।
  • ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইউক্রেনে যুদ্ধ থামাতে রাশিয়াকে যে নির্দেশ দিয়েছে তা সমর্থন করলেন কোর্টের ভারতীয় সদস্য বিচারপতি দলবীর ভান্ডারী।
খেলা
  • রঞ্জি ট্রফিতে ১০০৮ রানে নাগাল্যান্ডের থেকে এগিয়ে থেকে ম্যাচ শেষ করল ঝারখন্ড। প্রথম ইনিংসে ৮৯১ রানী এগিয়ে থাকার পরও তারা ফলো-অন করায়নি নাগাল্যান্ডকে।
বিবিধ
  • মেক ইন ইন্ডিয়া প্রকল্পে দেশেই শক্তিশালী ড্রেজার বানানোর লক্ষ্যে আইএইচসি হল্যান্ডের সঙ্গে চুক্তি করল ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া।
  • বিগল সিরিজ ১২ ক্রেং লিংক সাকশন হপার ড্রেজার বানানোর জন্য এই চুক্তি হল।