ইউক্রেনের রাজধানী কিয়েভে পোল্যান্ড সীমান্ত সংলগ্ন শহরতলি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করল রাশিয়া। ইউক্রেনে সাধারণ মানুষের ওপর হামলার নিন্দা করে রুশ বাহিনী প্রত্যাহারের দাবিতে জি-৭ গোষ্ঠীর বিদেশমন্ত্রীরা যৌথ বিবৃতি প্রকাশ করলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মুখ খুললেন তার দল তেহরিক-ই ইনসাফ। ২৪ জন সাংসদ। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছে বিরোধী পিপিপি এবং পিএম এল ( নওয়াজ)।
জাতীয়
দক্ষিণ, দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ ক্রমশই ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার জন্য সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। ২৭ মার্চ আন্তর্জাতিক উড়ান শুরুর পর বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
গুজরাটের ২০২১-২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে ভগবদ্গীতা রাখার ঘোষণা করলেন গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু ভাঘানি।
খেলা
মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বিরুদ্ধে ৪ রানে জয়ী হল ওয়েস্ট ইন্ডিজ।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের জন্য পাঁচ লক্ষ মার্কিন ডলার অর্থ সহায়তা ঘোষণা করল রজার ফেডেরারের সেবামূলক সংস্থা।
বিবিধ
আসামের কামরূপ জেলায় ছয়গাঁও রংপুরে অভিযান চালিয়ে শতাধিক হিমালায়ান রিপন এর মৃতদেহ উদ্ধার করল বনদপ্তর। আই ইউ সি এন- এর লাল তালিকায় থাকা বিপন্ন প্রজাতির প্রাণীর মৃত্যুর কারণ খাদ্যে বিষক্রিয়া। বিপণন তালিকাভুক্ত একটি স্টেপি ঈগল পাখির মৃতদেহও উদ্ধার করা হয়েছে