কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মার্চ ২০২২

529
0
daily current affairs
Courtesy: World's Marathons

আন্তর্জাতিক
  • দক্ষিণ চিনের গুয়াংসি প্রদেশের উঝাও শহরের কাছে তেং কাউন্টির এক পাহাড়ে ভেঙে পড়ল চায়না- ইস্টার্ন এয়ার লাইনসের উড়ান এম কিউ ৫৭৩৫। ২৯,১০০ ফুট উচ্চতা থেকে বিমানটি আড়াই মিনিটের মধ্যে হু হু করে নীচে নেমে এসে পাহাড়ে গোঁত্তা মারে। ১২৩ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০১০ সালে চিনে বিমান দুর্ঘটনায় ৪৪ জনের প্রাণহানি হয়েছিল।
  • রুশ বাহিনীর আত্মসমর্পণের শর্ত প্রত্যাখ্যান করল মারুয়ুপোল। সেখানে আক্রমণ আরও তীব্র করল রাশিয়া। সুমিতে রুশ হানায় একটি রাসায়নিক কারখানা ক্ষতিগ্রস্ত হল।

 

জাতীয়
  • লন্ডনের কার্কেনওয়েল অঞ্চলে ১৯ বছর বয়সী একজন ভরতীয় ছাত্রীকে হত্যার ঘটনায় এক তিউনিশীয় যুবককে গ্রেপ্তার করল স্কটল্যান্ড ইয়ার্ড।
  • ইউক্রেনে খাদ্যের সারিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাশিয়ার বোমায় গত ১ মার্চ প্রাণ হারিয়েছিলেন ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পা। এদিন তাঁর মরদেহ এসে পৌঁছল। চিকিৎসাবিদ্যার ওই ছাত্রের দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগানোর জন্য হাসপাতালে দান করলেন তাঁর পরিবার পরিজন।
  •  ভারত থেকে চুরি যাওয়া ২৯টি পুরাতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করে ভারতে ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভিডিও মাধ্যমে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খেলা
  • লা লিগার এল ক্লাসিকোয় বার্সেলোনা ৪-০ গোলে পরাস্ত করল রিয়াল মাদ্রিদকে।
  • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার্স হলেন লক্ষ্য সেন। ২০ বছরের লক্ষ্য হার মানলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেল সেনের কাছে।
  • কলকাতা ম্যারাথনে পুরুষ ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে রূপন দেবনাথ ও তমালি বসু।
বিবিধ
  • `দেশে বিদ্যুদয়ন ১০০ শতাংশ সম্পূর্ণ। দেশের সব ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে গেছে।’ এদিন এই দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন পটুয়াখালিতে বাংলাদেশের সর্ববৃহত তাপবিদ্যুত প্রকল্পের(১৩২০ মেগাওয়াট) উদ্বোধন করলেন তিনি।