কারেন্ট অ্যাফেয়ার্স ২১ মার্চ ২০২২

schedule
2022-03-22 | 13:32h
update
2022-03-22 | 13:32h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: World's Marathons

আন্তর্জাতিক
  • দক্ষিণ চিনের গুয়াংসি প্রদেশের উঝাও শহরের কাছে তেং কাউন্টির এক পাহাড়ে ভেঙে পড়ল চায়না- ইস্টার্ন এয়ার লাইনসের উড়ান এম কিউ ৫৭৩৫। ২৯,১০০ ফুট উচ্চতা থেকে বিমানটি আড়াই মিনিটের মধ্যে হু হু করে নীচে নেমে এসে পাহাড়ে গোঁত্তা মারে। ১২৩ জন যাত্রী ও ৯ জন বিমানকর্মীর কেউই বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ২০১০ সালে চিনে বিমান দুর্ঘটনায় ৪৪ জনের প্রাণহানি হয়েছিল।
  • রুশ বাহিনীর আত্মসমর্পণের শর্ত প্রত্যাখ্যান করল মারুয়ুপোল। সেখানে আক্রমণ আরও তীব্র করল রাশিয়া। সুমিতে রুশ হানায় একটি রাসায়নিক কারখানা ক্ষতিগ্রস্ত হল।
Advertisement

 

জাতীয়
  • লন্ডনের কার্কেনওয়েল অঞ্চলে ১৯ বছর বয়সী একজন ভরতীয় ছাত্রীকে হত্যার ঘটনায় এক তিউনিশীয় যুবককে গ্রেপ্তার করল স্কটল্যান্ড ইয়ার্ড।
  • ইউক্রেনে খাদ্যের সারিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাশিয়ার বোমায় গত ১ মার্চ প্রাণ হারিয়েছিলেন ভারতীয় ছাত্র নবীন শেখরাপ্পা। এদিন তাঁর মরদেহ এসে পৌঁছল। চিকিৎসাবিদ্যার ওই ছাত্রের দেহ চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগানোর জন্য হাসপাতালে দান করলেন তাঁর পরিবার পরিজন।
  •  ভারত থেকে চুরি যাওয়া ২৯টি পুরাতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করে ভারতে ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া। এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভিডিও মাধ্যমে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
খেলা
  • লা লিগার এল ক্লাসিকোয় বার্সেলোনা ৪-০ গোলে পরাস্ত করল রিয়াল মাদ্রিদকে।
  • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার্স হলেন লক্ষ্য সেন। ২০ বছরের লক্ষ্য হার মানলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেল সেনের কাছে।
  • কলকাতা ম্যারাথনে পুরুষ ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন যথাক্রমে রূপন দেবনাথ ও তমালি বসু।
বিবিধ
  • `দেশে বিদ্যুদয়ন ১০০ শতাংশ সম্পূর্ণ। দেশের সব ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে গেছে।’ এদিন এই দাবি করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন পটুয়াখালিতে বাংলাদেশের সর্ববৃহত তাপবিদ্যুত প্রকল্পের(১৩২০ মেগাওয়াট) উদ্বোধন করলেন তিনি।
Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2024 - 12:06:25
Privacy-Data & cookie usage: