কারেন্ট অ্যাফেয়ার্স ২২ মার্চ ২০২২

schedule
2022-03-23 | 10:37h
update
2022-03-23 | 10:37h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: BBC

আন্তর্জাতিক
  • ইউক্রেন হামলায় রাশিয়ার ৯৮৬১ জন সেনার মৃত্যু হয়েছে বলে একটি রুশ সংবাদপত্র দাবি করল। রাশিয়ার সেনা উত্তর পশ্চিম ইউক্রেনের বুচা, হসটোমেল, ইরপিনের কিছু অংশ দখল করলেও রাশিয়ার কাছ থেকে মারকিভ ছিনিয়ে নিল ইউক্রেনের সেনা বাহিনী।
  • চিন ও পাকিস্তানের মধ্যে ৫টি চুক্তি স্বাক্ষরিত হল। এদিন ইসলামাবাদে বৈঠক করলেন দুদেশের বিদেশমন্ত্রী ওয়াংই এবং শাহ মেহমুদ কুরেশি।
Advertisement

 

জাতীয়
  • আন্তর্জাতিক ফৌজদারি আদালতে আফগানিস্তানের তালিবান নেতৃত্বের বিরুদ্ধে মামলা করলেন দানিশ সিদ্দিকির পরিবার। ২০২১ সালের ১৬ জুলাই আফগানিস্তানের প্লিন বোলডাক অঞ্চলে যুদ্ধের ছবি তুলতে গিয়ে তালিবানদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন পুলিৎজার পুরস্কার জয়ী চিত্র সাংবাদিক দানিশ।
  • সেনাবাহিনীতে ভর্তি হওয়ার প্রশিক্ষণ দিতে দিল্লিতে ভগৎ সিংয়ের নামে একটি স্কুল খোলার ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  • ভারত-ইজরায়েল কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতে আসার কথা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

 

খেলা
  • মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে ভারত ১১০ রানে হারিয়ে দিল বাংলাদেশকে।
  • কিশোরভারতী স্টেডিয়ামে কন্যাশ্রী কাপের ফাইনালে সাদার্ন সমিতিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল এসএসবি উত্তমেন এফসি।

 

বিবিধ
  • সুইজারল্যান্ডের `আইকিউ এয়ার’ সংস্থার করা সমীক্ষায় বিশ্বের দূষণ চিত্র তুলে ধরা হল। সেখানে বিশ্বের ১০০টি দূষিত শহরের মধ্যে ৬৩টি ভারতের। তালিকার প্রথম চারটি শহর হল ভিওয়াড়ি (ভারতের রাজস্থান), গাজিয়াবাদ (উত্তরপ্রদেশ), হোটান (চিন) ও দিল্লি। দূষিত রাজধানী তালিকায় দিল্লির পরেই নাম ঢাকার।

 

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 09:54:03
Privacy-Data & cookie usage: