কারেন্ট অ্যাফেয়ার্স ২৩ মার্চ ২০২২

499
0
daily current affairs
Courtesy: NewsOnAIR

আন্তর্জাতিক
  • ইউক্রেনের যুদ্ধে তারা সরাসরি অংশ নেবে না বলে জানালেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলেনবার্গ। তবে এই যুদ্ধ যাতে ইউক্রেনের বাইরে ছড়িয়ে না পড়ে তা দেখা তাদের দায়িত্ব বলে সতর্ক করলেন তিনি। এদিকে ইউক্রেনের মারিয়াপুল শহরে ঢুকে পড়েছে রাশিয়ার সেনা।
  • প্রয়াত হলেন প্রাক্তন মার্কিন বিদেশ সচিব তথা রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ম্যাডেলিন অলব্রাইট(৮৪)। তিনি ছিলেন সে দেশের প্রথম মহিলা বিদেশ সচিব।
  •  কী ধরনের পোশাক পরে স্কুলে যাবে তা নির্দিষ্ট না হওয়ায় এখনও আফগানিস্তানে মেয়েদের জন্য স্কুলের দরজা খোলা হচ্ছে না বলে জানাল তালিবান নেতৃত্ব। মানবাধিকার কর্মী মাহুবা সেখ একে অজুহাত বলেছেন কারণ এতদিন যে পোশাক সেখানকার ছাত্রীরা ব্যবহার করত তা পা থেকে মাথা পর্যন্ত ঢাকা ছিল।

 

জাতীয়
  • কোভিডের প্রকোপ কমায় ১ এপ্রিল থেকে বিপর্যয় মোকাবিলা আইনে জারি করা গাইডলাইন প্রত্যাহারের কথা জানাল কেন্দ্রীয় সরকার। বর্তমানে দৈনিক সংক্রমণের হার ০.২৬ শতাংশ । এদিন ৭ লক্ষাধিক পরীক্ষা হয়েছে, ১৭৭৮ জনের সংক্রমণের খোঁজ মিলেছে। দেশে সক্রিয় কোভিড রোগী ২৩০৮৭ জন। ইতিমধ্যে ১৮১ কোটির বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে দেশে।
  • হায়দরাবাদের ভইগুড়ায় একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডে ১১ জন শ্রমিকের মৃত্যু হল।
  • উত্তরাখণ্ডের দ্বাদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্কর সিং ধামি।
খেলা
  • দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একদিনের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জিতে ফিরল তারা। ম্যান অব দ্য সিরিজ হলেন তামকিন আহমেদ।
  • আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচে বাহরিনের কাছে ২-১ গোলে হেরে গেল ভারত। ফিফা ক্রম তালিকায় দুদেশের ব্যাঙ্কিং যথাক্রমে ৮৯ ও ১০৪।
বিবিধ
  • শহিদ ভগত সিং, শহিদ সুখদেব সিং ও শহিদ শিবরাম রাজগুরুর আত্মবলিদানের দিনে (শহিদ দিবস) ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্বাদীনতা সংগ্রামীদের নিয়ে নতুন একটা গ্যালারির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।