কারেন্ট অ্যাফেয়ার্স ২৪ মার্চ ২০২২

403
0
daily current affairs
Courtesy: The Hindu Business Line

আন্তর্জাতিক
  • বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জরুরি বৈঠকে বসলেন ন্যাটো সদস্য ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধান। সেখানে ভার্চুয়ালি বক্তব্য পেশ করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদামির জেলেনস্কি। ন্যাটোর অস্ত্রভান্ডারের অন্তত ১  শতাংশ চাইলেন। ইউক্রেনে রাশিয়ায় ফসফরাস বোমা ব্যবহার করছে বলেও দাবি করলেন তিনি। এদিকে রাশিয়ার একটি ট্যাংক বাহিনী যুদ্ধজাহাজ ইউক্রেনের নৌসেনা ধ্বংস করে দিয়েছে বলে জানা গেছে।
  • রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা অমান্য করে আন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। ১১০০কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রটি গিয়ে পড়েছে জাপানের জলসীমায়। জাপানের দাবি ৬০০০ কিঃমিঃ উচ্চতায় এক ঘণ্টার বেশি সময় আকাশে ছিল ক্ষেপণাস্ত্রটি।
জাতীয়
  • ভারতীয় সফরে এলেন চীনের বিদেশ মন্ত্রী ওয়াং ই। সফরের প্রাক্কালে তিনি পাকিস্তানের অরগানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন  সম্মেলনে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভারত অবশ্য এই বক্তব্যকে খারিজ করে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছে।
  • মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার প্রবীর ফ্রম বীর সিংহের বিরুদ্ধে যাবতীয় মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
খেলা
  • কাতার বিশ্বকাপ ফুটবলের খেলার যোগ্যতা অর্জন করল জাপান। এই নিয়ে তারা সপ্তমবার বিশ্বকাপের মূলপর্বে খেলবে। যোগ্যতা নির্ণয়ের ম্যাচে তারা ২-০ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। সৌদি আরবও বিশ্বকাপের মূলপর্বে উঠলো।
বিবিধ
  • ব্রিটেনের কারাগারে বন্দি অবস্খাতেই বিয়ে করলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী স্টেলা ম্যারিস।
  • প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্র ও যাত্রার অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (৫৮)। ‘দহন’, ‘গীত সঙ্গীত’,’ পথ ভোলা’ ‘ সুজন সাথী’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন।