কারেন্ট অ্যাফেয়ার্স ১৯ মার্চ ২০২১

schedule
2021-03-20 | 13:01h
update
2021-03-20 | 13:01h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী
Courtesy: WION

আন্তর্জাতিক 
  • গাড়ি চালানোর ক্ষেত্রে বিশ্বের নিরাপদতম দেশ হল নরওয়ে। তারপরই স্থান জাপান ও সুইডেনের। জুটোবি নামে একটি আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় এই তথ্য জানা গেল। ৫৬টি দেশ নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে। অন্যদিকে গাড়ি চালানোর ক্ষেত্রে সবথেকে বিপজ্জনক হল দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত রয়েছে বিপজ্জনক দেশগুলির তালিকায় চতুর্থ ক্রমে।
  • মায়ানমারে সেনা প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হল ৮ জন বিক্ষোভকারীর। এদিন আউংবান শহরে একটি পথ অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাঁরা। এদিকে বিক্ষোভের খবর প্রকাশ করায় ৪০ জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে সেনা সরকার। বিবিসি দাবি করেছে, আউং থুরা নামে এক সাংবাদিকের কোনো খোঁজই মিলছে না। সংবাদ মাধ্যমের দপ্তরও বন্ধ করে দিচ্ছে সেনা সরকার। গত এক সপ্তাহ ধরে একটিও বেসরকারি সংবাদপত্র ছাপা হয়নি মায়ানমারে।
Advertisement

জাতীয়
  • দেশে ২৪ ঘণ্টায় ৩৯,৭২৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হলেন। সংক্রমণের এই হার গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহের অনুরূপ। ১৭ সেপ্টেম্বর দেশে ৯৭,৮৯৪ জন সংক্রমিত হয়েছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি সংক্রমিত হয়েছিলেন ৯,১২১ জন। সংক্রমণ রুখতে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও পাঞ্জাবে বিভিন্ন নির্দেশিকা জারি করল সংশ্লিষ্ট রাজ্যসরকারগুলি।

বিবিধ
  • কলকাতার আলিপুর চিডিয়াখানায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন একজন দর্শক। ৬ বছরের সিংহ `বিশ্বাস’–এর থাবায় জখম হয়েছেন গৌতম গুছাইত নামে এই দর্শক। বছর চল্লিশের এই ব্যক্তি পূর্ব মেদিনীপু্রের পটাশপুর থেকে পশুশালা দর্শনে এসেছিলেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার এই চিডিয়াখানাতেই ১৯৯৬ সালে `শিবা’ নামে একটি বাঘের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছিলেন এক দর্শক।

খেলা
  • টোকিও অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করলেন টেবল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়। দ্বিতীয় বাঙালি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে তিরন্দাজিতে অরিন্দম দাস টোকিওর টিকিট নিশ্চিত করেছেন। দোহায় এশীয় পর্বের ম্যাচ জিতে সুতীর্থা এই কৃতিত্ব অর্জন করলেন। প্রসঙ্গত বয়স ভাঁড়ানোর অভিযোগে নির্বাসিত হয়েছিলেন তিনি। তারপর মনের জোর ও পরিশ্রমেই প্রত্যাবর্তন হল তাঁর। ২ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
  • অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আকানে ইয়ামাগুচিকে হারিয়ে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2024 - 14:40:34
Privacy-Data & cookie usage: