কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ এপ্রিল ২০২১

509
0
daily current affairs
Courtesy: The Economic Times

আন্তর্জাতিক
  • ইন্দোনেশিয়ায় জাকার্তায় সামনের সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে আশিয়ান শীর্য বৈঠক৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে মায়ানমার থেকে সেখানকার সেনাপ্রধান মিন আউং যোগ দেবেন বলে জানিয়েছেন৷ এই প্রথম কোনও আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলেছেন তিনি৷
  • গোটা বিশ্ব যখন করোনা সংক্রমণে কাবু তখন বিপরীত চিত্র ইজরায়েলে৷ এখন আর প্রকাশ্য স্থানে মাস্ক পরার দরকার নেই বলে নির্দেশিকা জারি করল সেখানকার সরকার৷ ইতিমধ্যেই ৯৩ লক্ষ-বাসিন্দার দেশে ৫৩ শতাংশের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে৷ বিদেশ থেকে আগত নাগরিকদের কঠোর নিভৃতবাস এবং বিদেশিদের প্রবেশে নিয়ন্ত্রণ করে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে গেছে ইজরায়েল৷ অন্যদিকে বিশ্বে সংক্রমণে প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৩০ লক্ষ ২৯ হাজার ৫৮৩।

জাতীয়
  • সমস্ত নজির ভেঙে দেশে এদিন ২,৬১,৫০০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন৷ এদিন প্রাণহানি হয়েছে ১,৫০১ জনের৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছেছে ১৮ লক্ষে৷ মধ্যপ্রদেশের শাহডোল মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে জীবনহানি হল ১২ জনের৷ মধ্যপ্রদেশে গত ২২ মার্চ ৬৪ মেট্রিক টন অক্সিজেনের দরকার হয়েছিল৷ এদিন তা হয়েছে ৩৩০ মেট্রিক টন৷ ২২ এপ্রিল থেকে শিল্পক্ষেত্রে অক্সিজেন ব্যবহারে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার৷ দেশে টানা ৪ দিন দৈনিক সংক্রমণ ২ লক্ষ অতিক্রম করল৷ এই পরিস্থিতিতে কোভিড যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স এপ্রিল সেশনের পরীক্ষা স্থগিত রাখল ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷
  • ছত্তিশগড়ের ররায়পুরে একটি হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল ৫ জন করোনা আক্রান্তের৷
  • সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি মনোজ মুখোপাধ্যায় প্রয়াত হলেন৷ নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে ১৯৯৯ সালে তাঁর নেতৃত্বেই মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল৷

 

বিবিধ
  • সফটওয়্যার সংস্থা ‘অ্যাডব’-এর সহ প্রতিষ্ঠাতা চার্লস চাক গেশকে (৮১) প্রয়াত হলেন৷ তিনি পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট)-এর স্রষ্টা৷ ১৯৮২ সালে জন ওয়ারনকে নিয়ে তিনি অ্যাডব প্রতিষ্ঠা করেছিলেন৷ ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাক্রোব্যাট প্রভৃিত প্রযুক্তি তাঁর সংস্থার হাত ধরেই গ্রাহকদের সন্তুষ্ট করে৷

 

খেলা
  • কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা৷ এদিন ফাইনালে তারা ৪-০ গোলে পরাস্ত করল অ্যাটলেটিক বিলবাওকে৷ জোড়া গোল করলেন লিওনেল মেসি৷ এই নিয়ে ৩১ বার কোপা দেল রে জিতল বার্সা৷ ম্যানেজার রোনাল্ড কোমানের প্রশিক্ষণে প্রথমবার৷ অন্যদিকে মাত্র একমাসের মধ্যে দুবার কোপা দেল রে-এর রানার্স ট্রফি জিতল বিলবাও৷ করোনার জন্য স্থগিত থাকা গত মরসুমের ফাইনাল আয়োজিত হয় মাসখানেক আগে৷ সেখানে তাদের হারিয়েছিল সোসিদাদ৷
  • ভারতের সাঁতারু শ্রীহরি নটরাজ উজেবিকস্তান ওপেন চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতলেন৷ প্রতিযোগিতায় এটি তাঁর দ্বিতীয় সোনা৷ দুদিনে তিনটি জাতীয় রেকর্ড গড়লেন নটরাজ৷
  • এমিলিয়া ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন রেড বুলের মার্ক ভারস্টাপেন৷

 

১৭ এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে  ক্লিক করুন