আন্তর্জাতিক
- ইউক্রেনকে অস্ত্র, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিলেন জি৭ গোষ্ঠীর নেতৃবৃন্দ। এদিন জি৭ ছাড়া ইউরোপীয় ইউনিয়নেরও বৈঠক হয়। যদিও রাশিয়ার তেল কেনা নিয়ে নিষেধাজ্ঞা বা ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণার প্রস্তাব গৃহীত হয়নি এই বৈঠক থেকে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এদিন জি৭ বৈঠকের পর পোল্যান্ডে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৮২ তম এয়ারবোর্ন ডিভিশন-এর সেনা সদস্যদের সঙ্গে দেখা করলেন।
- সংসদ বসার পরই শোকপ্রস্তাব পাঠ করেই চারদিনের জন্য অধিবেশন স্থগিত ঘোষণা করলেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আমাদ কাইসার। এই অধিবেশনেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল পাকিস্তানের বিরোধী দলগুলির।
জাতীয়
- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। ৩৭ বছর পর কেউ পরপর দ্বিতীয়বার এই পদে বসলেন। এদিনই উত্তর প্রদেশ সরকার সিদ্ধান্ত জানালো, নতুন শিক্ষাবর্ষে ওই রাজ্যের সব মাদ্রাসায় ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হল।
- চিনকে ভারত সীমান্তের পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরাতে হবে। ভারত সফররত চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
খেলা
- কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি। এদিন বাছাইপর্বে উত্তর ম্যাসডেনিয়ার কাছে ০-১ গোলে পরাস্ত হওয়ার পর তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেল।
- লাহোর টেস্টে ১১৫ রানে পাকিস্তানকে পরাস্ত করল অস্ট্রেলিয়া। তারা সিরিজও জিতল।
বিবিধ
- শ্রীলঙ্কাকে সাহায্য করতে ৪০ হাজার টন ডিজেল পাঠানোর ঘোষণা করল ভারত।