কারেন্ট অ্যাফেয়ার্স ২৬ মার্চ ২০২২

543
0
daily current affairs
Courtesy: iPleaders

আন্তর্জাতিক
  • ইউরোপের অর্ধেকের বেশি শিশু যুদ্ধের কারণে ঘরছাড়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রখম কোনো দেশে এত কম সময়ের মধ্যে এত শিশুকে ঘর ছাড়া হতে হল। এই তথ্য জানাল ইউনিসেফ। এদিন পোল্যান্ডের ওয়ারশ শহরে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা ও প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সেই রেজনিকোভের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে `কষাই’ বলে অভিহিত করলেন। এদিকে ইউক্রেন জুডে রাশিয়র ক্ষেপণাস্ত্র বর্ষণ অব্যাহত রয়েছে।
  • বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির ৫১তম বর্ষ পালিত হল।

 

জাতীয়
  •  ১ এপ্রিল থেকে আরও ৬মাস বিনামূল্যে বাড়তি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  •  পাঞ্জাবে প্রাক্তন বিধায়কদর পেনসন কাটছাঁট করলেন সেখানকার নতুন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাঞ্জাবে এক বারের বিধায়করা মাসে ৭৫ হাজার টাকা পেনশন পান। এরপর প্রতিবার বিধায়ক হওয়ার জন্য ৫ লক্ষাধিক টাকা পেনশনও পেয়ে থাকন। এখন থেকে একটি মেয়াদের জন্যই পেনশন পাবেন।
  • ৫ বছরে ধাপে ধাপে ২০ লক্ষ চাকরির সুযোগ তৈরির লক্ষ্য সামনে নিয়ে বাজেট প্রস্তাব পেশ করলেন দিল্লি বিধানসভার উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মণীশ সিসোদিয়া।

 

খেলা
  • আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচে বেলারুশের কাছে ০-৩ ম্যাচে হারল ভারত। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর এটি ছিল দেশের হয়ে ৫০ তম ম্যাচ।

 

বিবিধ
  • ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের উদ্যোগে পরিবেশ সচেতনার অঙ্গ হিসাবে সন্ধ্যা ৮.৩০ থেকে ৯টা পর্যন্ত আলো বন্ধ রেখে `আর্থ আওয়ার’ পালন করা হল।