কারেন্ট অ্যাফেয়ার্স ২৮ মার্চ ২০২২

625
0
daily current affairs
Courtesy: Insider

আন্তর্জাতিক
  • পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করলেন সেদেশের বিরোধী দলনেতা শাহবাজ শরিফ। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোট জিততে ১৭২ জনের সমর্থন দরকার।
  • মেক্সিকোয় মাদক মাফিয়াদের হানায় মৃত্যু হল ১৯ জনের। এল সামভাদরে মাদক মাফিয়াদের মধ্যে সংঘর্ষ রুখতে জরুরি অবস্থা জারি করতে হল প্রশাসনকে।
  • পুরুষরা কেউ সঙ্গে না থাকলে মহিলাদের বিমানে চড়তে দেওয়া হবে না বলে নির্দেশিকা জারি করল আফগানিস্তানের তালিবান শাসকরা।

 

জাতীয়
  • লোকসভায় অপরাধী শনাক্তকরণ বিল ২০২২ পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি। এটি পাশ হলে বাতিল হয়ে যাবে ১৯২০ সালে ব্রিটিশদের তৈরি আইডেন্টিফিকেশন অব প্রিজনার্স আইন।
  • শ্রীলঙ্কা সফরে গেলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

 

খেলা
  • বিশ্বকাপের মূলপর্বে পৌঁছল কানাডা। ১৯৮৬ সালের ৩৬ বছর পর ফের তারা ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলবে। এদিন বাছাইপর্বে তারা ৪-০ গোলে হারালো জামাইকাকে।

 

বিবিধ
  • ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড প্রদানের মঞ্চে ঘটে গেল অভাবিত কাণ্ড। লস অ্যাঞ্চেলসের ডলবি থিয়েটারে সঞ্চালক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মারলেন উইল স্মিথ। অসুস্থতাজনিত কারনে স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের মাথার চুল উঠে গিয়েছে। কমেডিয়ান ক্রিস তা নিয়ে রসিকতা করেন। এরপরই দর্শকাসন থেকে মঞ্চে উঠে এই কাণ্ড ঘটালেন স্মিথ। পরে `কিং রিচার্ড’ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতলেন স্মিথ।