আন্তর্জাতিক
- প্রতিদিন ১০ ঘণ্টা করে বিদ্যুত সরবরাহ বন্ধ রাখার কথা ঘোষণা করল শ্রীলঙ্কার পাবলিক ইউটিলিটিস কমিশন। ওষুধ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য—এই মুহূর্তে সবই মহার্ঘ সেখানে। অর্থনৈতিক সংকটে জেরবার শ্রীলঙ্কা। যা স্বাধীনতার পর আগে কখনও দেখা যায়নি। কয়েকটি মুদ্রিত সংবাদপত্রও বন্ধ রাখা হয়েছে আপাতত।
- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানের জামিয়া ইসলামিয়া ফানাহুল বিনায়ত মাদ্রাসায় সাফুয়া বিবি নামের এক শিক্ষিকাকে গলার নলি কেটে খুন করল ২ ছাত্রী ও এক ব্যক্তি।এই মাদ্রাসার এক শিক্ষিকা স্বপ্নে সাফুরাকে ধর্ম অবমাননা করতে দেখেছিলেন বলে দাবি করেন। পুলিশ ৩ জনকেই গ্রেপ্তার করে। এই অদ্ভূত যুক্তির পিছনে ব্যক্তিগত শত্রুতা আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
- ২০১৫ সালর ১২ মে বাংলাদেশের সিলেটে অনন্তবিজয় দাস নামে একজন ব্লগার ও বিজ্ঞান লেখককে কুপিয়ে খুনের মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিল আদালত। তাদের ৩ জনই অবশ্য ফেরার।
জাতীয়
- দ্বাদশ শ্রেণির প্রশ্নপত্র ফাঁস হওয়ায় উত্তরপ্রদেশের ২৪টি জেলার পরীক্ষা বাতিল করা হল।
- বিমস্টেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরালটেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো অপারেশন) গোষ্ঠীর ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মলদ্বীপ, শ্রীলঙ্কা ও মায়ানমার রয়েছে এই গোষ্ঠীতে।
খেলা
- মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওয়েস্টইন্ডিজকে ১৫৭ রানে পরাস্ত করল অস্ট্রেলিয়া। এই নিয়ে তারা সপ্তমবার ফাইনালে উঠল।
- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রয়াত শেন ওয়ার্নের স্মরণসভায় অংশ নিলেন ৫০ হাজার মানুষ।
বিবিধ
- মুম্বইয়ে ডিজেলের দর হল ১০০ টাকা প্রতি লিটার। সেখানে প্রতি লিটার পেট্রলের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১১৫.৮৮ টাকা। শ্রীগঙ্গানগর, ঔরঙ্গাবাদ, হায়দরাবাদেও ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছুঁয়েছে।