কারেন্ট অ্যাফেয়ার্স ১ এপ্রিল ২০২২

480
0
daily current affairs
Courtesy: Reuters

আন্তর্জাতিক
  • শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করলেন সেখানকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। কলম্বোর বেশ কিছু অংশে কারফিউ মোতায়েন করা হয়েছে। দেশ জুড়ে রাজাপক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরুর পরই এই সিদ্ধান্ত নেওয়া হল। এদিকে বিদ্যুৎ সঙ্কটের জেরে রাস্তায় আলো নিভিয়ে রাখার সিদ্ধান্ত জানালেন সেখানকার বিদ্যুৎ মন্ত্রী।
  • রাশিয়ায় ঢুকে আকাশপথ ব্যবহার করে বোমা ফেলল ইউক্রেনের বাহিনী। বেলগোরোডের একটি তেলের ডিপোয় বোমা ফেলা হয়। এদিন ছিল যুদ্ধের ৩৭ তম দিন।

 

জাতীয়
  • ভারতকে সস্তায় তেল বেচতে এবং রুবলে তার দাম নিতে প্রস্তুত রাশিয়া। ৩৫ ডলার প্রতি ব্যারেল দরে দেড় কোটি ব্যারেল তেল তারা ভারতকে দিতে চায়। ভারত তাতে সম্মতি জানিয়েছে। নয়াদিল্লিতে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এবিষয়ে কথা হল।
  • তিন দিনের ভারত সফরে এলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তাঁর স্ত্রী আরজু দেউবা। তাঁর সঙ্গে রয়েছেন ৫০ জন প্রতিনিধি। বিদেশমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠক হল তাঁর।

 

খেলা
  • কাতারের রাজধানী দোহায় আসন্ন ফুটবল বিশ্বকাপে গ্রুপ বিন্যাস নির্ধারিত হল। ৩২টি দেশ অংশ নেবে বিশ্বকাপে। তার ৩টি নাম এখনও চূড়ান্ত হয়নি।

 

বিবিধ
  • মার্চ মাসে দেশে জিএসটি সংগ্রহ হয়েছে ১.৪২ লক্ষ কোটি টাকা।
  • ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে উত্তর পূর্ব ভারতে ১০২০ বর্গ মিটার অরণ্য কমেছে বলে জানালো কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক।