আন্তর্জাতিক
- কিয়েভে গিয়ে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলোনস্কির সঙ্গে দেখা করলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রধান রোবের্তা মেটসোলা। এদিন কিয়েভের একটি গ্রাম থেকে উদ্ধার হল যুদ্ধে নিহত চিত্রসাংবাদিক ম্যাক্সিম লেভিনের দেহ। এই নিয়ে রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ৮ জন সাংবাদিকের প্রাণ গেল। এদিকে ইউফোসিস তাদের রাশিয়ার অফিস বন্ধ করার সিদ্ধান্ত নিল।
- `সরকার ফেলার জন্য যে ছাগল কেনার মতো রাজনীতিক কেনা চলছে তা প্রমাণ হয়ে গেছে।’ আস্থা ভোটের প্রাক্কালে এই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
জাতীয়
- প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরেই ভারতে এলেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। এদিন তিনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন। এরপর দুই প্রধানমন্ত্রী একসঙ্গে উদ্বোধন করলেন বিহারের জয়নগর থেকে নেপালের কুথা পর্যন্ত ৩৫ কিমি দীর্ঘ পেলপথের। বিদ্যুত সরবরাহ নিয়েও চুক্তি স্বাক্ষরিত হল দুই দেশের।
- ভারত-অস্ট্রেলিয়া বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হল। দুধ, দুগ্ধজাত পণ্য, চাল, গম, চিনি, কাবলি চানা বাদে ৬০০০ পণ্যে দুদেশ বিনা শুল্কে বা ন্যূনতম শুল্কে বাণিজ্য করতে পারবে।
খেলা
- প্রথম ডিভিশন হকি লিগে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ১৯৮৯ সালের ৩৩ বছর পর এই খেতাব জিতল তারা। ২০১৯ সালে দার্জিলিং গোল্ড কাপের পর ফের কোনো ট্রফি জিতল তারা।
- লাহোরে তৃতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারাল পাকিস্তান। একই সঙ্গে সিরিজও ২-১ ব্যবধানে জিতল তারা।
বিবিধ
- সদ্য শেষ হওয়া মার্চ মাস ছিল গত ১২২ বছরের মধ্যে উষ্ণতম। মার্চ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১০ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২৪ ডিগ্রি সেলসিয়াস যা ১২২ বছরে তৃতীয় সর্বোচ্চ।